পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্ৰথম পরিচ্ছেদ । গ্রীরামকৃষ্ণ বিজয়াদিবসে দক্ষিণেশ্বর-মন্দিরে - ভক্তসঙ্গে * . . ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা ৯টা । হইবে,-ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন, মেজেতে মণি বসিয়া আছেন। তাহার সহিত কথা কহিতেছেন। । আজ বিজয়, রবিবার ২২শে অক্টোবর ১৮৮২ খ্ৰীঃ অঃ আশ্বিন শুক্লা দশমী তিথি । আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র, ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুপুত্র শ্ৰীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনোমোহন, সুরেশ, মাষ্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে— । ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন । - স্ত্রীরামকৃষ্ণ-তোমার পূজার ছুটা হয়েছে ? মণি—আজ্ঞা হঁ। আমি সপ্তমী অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়ীতে প্রত্যহ গিছলাম । . . শ্রীরামকৃষ্ণ-বল কি গো ! মণি—দুর্গা পূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ—কি বল দেখি । t মণি-কেশব সেনের বাড়ীতে রোজ সকালে উপাসনা হয়,-দশট এগারটা পৰ্য্যন্ত । সেই উপাসনার সময়ে তিনি দুর্গাপূজার ব্যাখ্যা