পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তসঙ্গে ৪৩ ৷ বাল্প, কেন, আমি দেখবে, আমি সেবা করবো। হৃদে এক হাত ধরে । পড়ল!-মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ীর নধতে। আর : থাকা হল না। তখন বললাম-না, আমায় যেতে হবে! : o o o “বৃন্দাবনের বেশ ভাবট। নতুন যাত্র গেলে ব্ৰজ বালকেরা । বলতে থাকে, হরি বোলে, গঠর খোলে!’ । o বেল এগারটার পর ঠাকুর ঐরামকৃষ্ণ ম কালীর প্রসাদ গ্রহণ । করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের । সঙ্গে । কথাবাৰ্ত্তায় কাটাইতেছেন—কেবল মধ্যে মধ্যে এক একবার । প্রণব ধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। । ঠাকুরবাড়ীতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া—স্ত্রীরামকৃষ্ণ । কালীঘরে আসিয়াছেন, মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি । গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর, রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, “ও রামনেলো! কই রে!” । মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই । প্রসাদ স্পর্শ করিবেন – সেইজন্য রামলালকে ডাকিতেছেন। আর আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন।