পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর মন্দির বলরামাদি সাঙ্গ—বলরামকে শিক্ষা লক্ষণ—সত্য কথা—সৰ্ব্বধৰ্ম্মসমন্বয়—‘কামিনীকাঞ্চনই মায়া' ] , মঙ্গলবার অপরাহ্ন, ২৪শে অক্টোবর। বেলা ৩টা ৪টা হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাড়াইয়া আছেন। বলরাম ও মাষ্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন । প্রণাম করিয়া বসিলে, ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন,—তাকের উপরে খাবার নিতে গিছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে,—আর অমনি ছেড়ে দিইছি। (সকলের হাস্য )। শ্রীরামকৃষ্ণ—ই গো ওসব মানতে হয়। এই দেখ না রাখালের অসুখ আমারো হাত পা কামড়াচ্ছে । হ’ল কি জান ? আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি ! ( সকলের হাস্য ) ! হা গো, লক্ষণ দেখতে হয় । সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধু, চক্ষুট। সব কানা নয় যা হ'ক'আমি ভাবলুম এ আবার কি ঘটালে। “আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না । সে আফিসে কৰ্ম্ম করে, তার ২০ টাকা মাহিনী। আর ২০ টাকা কি মিথ্যা (bill) লিখিয়ে পায়। মিথ্যা কথা কয় ব’লে, সে এলে বড় কথা কই না। নয়'ত চারদিন আফিস গেল না, এই খানে পড়ে রইল। কি জানো, মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কৰ্ম্ম কাজ হয় ।” বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন . -: .. . . . . . . . . . . - * * . . . . . ". - - - . . . . . * --" 峻 - - -