পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ খ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ( ১৮৮২, ২৪শে অক্টোবর শ্রীরামকৃষ্ণ (বলরামের প্রতি )-बुझैिंख्झरे मांज्ञा। ७द्र ভিতর অনেকদিন থাকলে ইস চলে যায়,—মনে হয় বেশ আছি। মেথর গুয়ের ভার বয়-বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণ কীৰ্ত্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। (মাষ্টারের প্রতি)—“ওতে লজ্জ করতে নাই। ‘লজ, ঘৃণা, ভয় তিন থাকতে নয়।’ “ওদেশে বেশ কীৰ্ত্তন গান হয়,-খোল নিয়ে কীৰ্ত্তন। নকুড় আচার্যের গান চমৎকার! তোমাদের বৃন্মান সেবা আছে " | বলরাম-আঙ্গেই। একটি কুঞ্জ আছে-শামসুন্দরের সেবা।