পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ খণ্ড গ্ৰথম পরিচ্ছেদ ঠাকুর গ্রীরামকৃষ্ণ কলিকাতা রাজপথে ভক্তসঙ্গে । স্ত্রীরামকৃষ্ণ গাড়ী করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ী হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন। সঙ্গে রামলাল ও ছ একটি ভক্ত। - ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চারিটি ফজলি আম হাতে করিয়া । মণি পদব্রজে আসিতেছেন। মণিকে দেখিয়া গাড়ী থামাইতে বলিলেন । । শনিবার ২১শে জুলাই, ১৮৮৩ খ্ৰীষ্টাব্দ, আষাঢ় কৃষ্ণ প্রতিপদ, । বেলা চারিটা। ঠাকুর অধরের বাড়ী যাইবেন, তৎপরে শ্ৰীযুক্ত যন্থ : মল্লিকের বাট, সৰ্ব্বশেষে ৬খেলাৎ ঘোষের বাট যাইবেন । - শ্রীরামকৃষ্ণ (মণির প্রতি, সহাস্তে )—তুমিও এস না,—আমরা । অধরের বাড়ী যাচ্ছি। মণি যে আজ্ঞ বলিয়া গাড়ীতে উঠিলেন। মণি ইংরাজী পড়িয়াছিলেন, তাই সংস্কার মানিতেন না, কিন্তু । কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছিলেন যে । অধরের সংস্কার ছিল তাই তিনি অত তাহাকে ভক্তি করেন। বাটতে । ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনও তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই। তাই ঐ কথা বলিবার জন্তই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন । ঠাকুর কথা কহিতেছেন । - শ্রীরামকৃষ্ণ–আচ্ছা, অধরকে তোমার কিরূপ মনে হয়। মণি-আজ্ঞে, তার খুব অতুরাগ । শ্রীরামকৃষ্ণ—অধরও তোমার খুব সুখ্যাতি করে। ÞᎢ• .