পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫০ খ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ ( ১৮৮৩, ২১শে জুলাই স্ত্রীরামকৃষ্ণ—মাইরি বলছি, আমার যদি একটুও অভিমান হয়। . মণি—গ্রীস দেশে একটি লোক ছিলেন, তার নাম সক্রেটস্ । দৈববাণী হয়েছিল যে, সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী । সে ব্যক্তি অবাক হয়ে গেল। তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে। তখন সে বন্ধুদের বললে, আমিই কেবল বুঝেছি যে, আমি কিছুই জানি না । কিন্তু অন্যান্য সকল লোকে বলছে, ‘আমাদের বেশ জ্ঞান হয়েছে। কিন্তু বস্তুত: সকলেই অজ্ঞান। - শ্রীরামকৃষ্ণ—আমি এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে । বৈষ্ণব চরণ খুব পণ্ডিত ছিল । সে বলতো, তুমি যে সব কথা বল সব শাস্ত্রে পাওয়া যায়, তবে তোমার কাছে কেন আসি জানো ? তোমার মুখে সেইগুলি শুনতে আসি । - মণি—সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে । নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটতে সেই কথা বলছিলেন । আপনি বললেন যে, ‘গীত গীতা’ বলতে বলতে ‘ত্যাগী ত্যাগী হয়ে যায় । বস্তুতঃ তাগী হয়, কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন, ‘তাগী' মানেও যা “ত্যাগী মানেও তা, তগ, ধাতু একটা আছে তাই থেকে তাগী হয়। স্ত্রীরামকৃষ্ণ-আমার সঙ্গে কি আর কারু মেলে ? কোনো পণ্ডিত, কি সাধুর সঙ্গে ? মণি—আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন। অন্য লোকদের কলে ফেলে তয়ের করেছেন,—যেমন আইন অনুসারে সব শ্রীরামকৃষ্ণ—( সহাস্তে, রামলালাদিকে )—ওরে, বলে কিরে ! ঠাকুরের হাস্য তার থামে না। অবশেষে বলিতেছেন—মাইরি বলছি, আমার যদি একটুও অভিমান হয় । *