পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBB BB BBB BBB BBBBBS SLLSS নাম-মুধা পান করিতেছেন। ঐযুক্ত রামলাল এইবার গান গাহিতেছেন— ভুবন ভুলাইলি মা হরমোহিনী । - মূলাধারে মহোৎপলে, বীণাবাদ্য বিনোদিনী । শরীর শারীর যন্ত্রে সুষুম্নাদি ত্রয় তন্ত্রে, । গুণভেদ মহামস্ত্রে গুণত্রয় বিভাগিনী। আধারে ভৈরবাকার ষড়দলে শ্রীরাগ আর, মণিপুরেতে মহলার, বসন্তে হৃদপ্রকাশিনী। বিশুদ্ধ হিল্লোলমুরে, কর্ণাকট আজ্ঞাপুরে, তান লয় মান সুরে, তিন গ্রাম সঞ্চারিণী । মহামায়া মোহপাশে, বদ্ধকর অনায়াসে, তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী । শ্ৰীনন্দকুমারে কয়, তত্ত্ব না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয়, কাকীমুখ আচ্ছাদিনী । রামলাল আবার গাইলেন— ভবদারা ভয়হর নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার তারো তারো না তারো মা । তুমি মা ব্ৰহ্মাণ্ডধারী ব্ৰহ্মাণ্ড ব্যাপিকে, কে জানে তোমারে তুমি কাল কি রাধিকে, ঘটে ঘটে তুমি ঘটে আছ গো জননী, মূলাধার কমলে থাক মা কুলকুণ্ডলিনী । তদুধেরতে আছে মাগো নামে স্বাধিষ্ঠান, চতুৰ্দ্দল পদ্মে তথায় আছ অধিষ্ঠান ।