পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধরের বাটতে অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন। ঠাকুর বলিলেন, আজ যছ মল্লিকের বাড়ী যাইতে হইবে। ঠাকুর যত্ন মল্লিকের বাটা আসিয়াছেন। আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী। যে ঘরে ৬সিংহবাহিনীর নিত্যসেবা হইতেছে ঠাকুর সেই ঘরে ভক্তসঙ্গে উপস্থিত হইলেন। মা সচন্দন পুষ্প ও পুষ্প-মালা দ্বারা অৰ্চিত হইয়া অপূৰ্ব্ব শ্রীধারণ করিয়াছেন। সম্মুখে পুরোহিত উপবিষ্ট। প্রতিমার সম্মুখে ঘরে আলো জলিতেছে। সাঙ্গোপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন ; কেন না ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামী দিতে হয় । ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত যোড় করিয়া দাড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণ হাত যোড় করিয়া দাড়াইয়া আছেন । ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। L. কি আশ্চর্য্য, দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ ! প্রস্তরমূৰ্ত্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান। নয়ন পলকশূন্ত ! অনেকক্ষণ পরে দীর্ঘনিঃশ্বাস ফেলিলেন । সমাধি ভঙ্গ হইল । যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেল,—ম, আসি গো ! কিন্তু চলিতে পারিতেছেন না,—সেই এক ভাবে দাড়াইয়া আছেন। তখন রামলালকে বলিতেছেন,—“তুমি ঐট গাও—তবে আমি ভাল হব।” রামলাল গাহিতেছেন—ভূবল ভুলাইলি মা হরমোহিনী। গান সমাপ্ত হইল