পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৮ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৩, ২১শে জুল৯ যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্তে কথা কহিতেছেন, ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে, মাষ্টার ও দুই একটি ভক্ত ঠাকুরের কাছে বসিয়াছেন । । * ঐরামকৃষ্ণ (সহস্তে –আচ্ছা, তুমি ভাড় রাখ কেন । , স্ত্রীরামকৃষ্ণ (সহস্তে )—গঙ্গা মদের কুপোকে পারে না । . . . # t কৃষ্ণ—পুরুষের এক কথা' ] যন্থ ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন, বাটতে চণ্ডীর গান দিবেন। অনেকদিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই । শ্রীরামকৃষ্ণ—কৈ গো, চণ্ডীর গান ? যছ—নানান কাজ ছিল তাই এত দিন হয় নাই । স্ত্রীরামকৃষ্ণ—সে কি ! পুরুষ মানুষের এক কথা ! “পুরুষ কি বাত, হাতী কি দাত । “কেমন, পুরুষের এক কথা, কি বল ?” যছ ( সহাস্তে )—তা বটে। স্ত্রীরামকৃষ্ণ—তুমি হিসাবী লোক । অনেক হিসাব ক'রে কাজ কর, —বামুনের গডডী, খাবে কম, নাদবে বেশী, আর হুড় হুড় করে দুধ দেবে ! ( সকলের হাস্য) । ঠাকুর কিয়ৎক্ষণ পরে যছকে বলিতেছেন,—বুঝেছি তুমি রামজীবনপুরের শীলের মত,—আধখানা গরম, আধখালী ঠাণ্ডা। তোমার— ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেও মন আছে । * - ঠাকুর দু’একটি ভক্ত সঙ্গে যছর বাটতে ক্ষীর প্রসাদ—ফলমূল ষ্টিয়াদি—খাইলেন। এইবার খেলাং ঘোষের বাড়ী যাইবেন । ,