পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুর গ্রীরামকৃষ্ণ খেলাৎ ঘোষের বাড়ীতে প্রবেশ করিতেছেন। রাত্রি ১০টা হইবে। বাটা ও বাটর বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়াছে। বাটতে প্রবেশ हुँब्रिाउ করিতে ঠাকুর ভাবাধিষ্ট । হইয়াছেন। সঙ্গে রামলাল, মাষ্টার, আর দু একটি ভক্ত। বৃহৎ চকমিলান বৈঠকখানা বাড়ী, দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে অনেকটা গিয়া, তারপর পূর্বদিকে আবার উত্তরাস্ত হইয়া অনেকটা আসিয়া, অন্তঃপুরের দিকে যাইতে হয়। ঐ দিকে আসিতে বোধ হইল যেন বাটতে কেহ নাই, কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্স পড়িয়া আছে। ঠাকুরকে উত্তর-পূর্বের একটি ঘরে বসান হইল, এখনও ভাবস্থ । ! বাটর যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন । তিনি বৈষ্ণব, আঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের বুলি। লোকটি প্রাচীন। তিনি খেলাং ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন। কিন্তু কোন কোন বৈষ্ণবের ভাব অতি সঙ্কীর্ণ। তাহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কহিতেছেন। । | f | o | [ ঠাকুরের *-os o-The religion of Love | . শ্রীরামকৃষ্ণ (বৈষ্ণবভক্ত ও অন্যান্ত ভক্তদের প্রতি )—আমার ধৰ্ম্ম ঠিক আর অপরের ধৰ্ম্ম ভুল—এ মত ভাল না। ঈশ্বর এক বৈ ৷