পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রং ফেলে দাও তবে আগুন কাল দেখাবে। ব্ৰহ্ম-জ্বৰ, ব্লুজ, স্তম: তিন গুণের অতীত । তিনি যে কি, মুখে বলা যায় না। তিনি ধাৰ্যেৱ: অতীত। নেতি নেতি ক'রে করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ । সেই ব্রহ্ম। : একটি মেয়ের স্বামী এসেছে, অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত । বাহিরের ঘরে বসেছে। এদিকে ঐ মেয়েটি ও তার সমবয়স্ক মেয়ের । জামাল দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না,—ঐ মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ঐট কি তোর বর ? তখন সে একটু হেসে বলছে— । না। আর একজনকে দেখিয়ে বলছে, ঐট কি তোর বর ? সে আবার বলছে—না। আবার একজনকে দেখিয়ে বলছে, ঐটি কি তোর বর ? সে আবার বলছে—না । শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাস৷ ক’রলে—ঐটি তোর বর ? তখন সে হাও বললে না, নাও বললে না, —কেবল একটু ফিক্‌ ক’রে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্কার। বুঝলে যে, ঐটই তার স্বামী । যেখানে ঠিক ব্ৰহ্ম-জ্ঞান সেখানে চুপ।। [ সৎসঙ্গ— গৃহীর কৰ্ত্তব্য ] ( মণির প্রতি )—“আচ্ছা, আমি বকি কেন ?” । মণি—আপনি যেমন বলেছেন, পাকা ঘিয়ে যদি আবার কাচ লুচি পড়ে তবে আবার ছ্যাক কলকল করে । ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা ক’ন । * ঠাকুর মাষ্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন । স্ত্রীরামকৃষ্ণ—সতের কি স্বভাব জান ? সে কাকেও কষ্ট দেয় না— ব্যতিব্যস্ত করে না । নিমন্ত্রণে গিয়েছে, কারু কারু এমন স্বভাব—হয়ত বললে—আমি আলাদা বসবো । ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে। পা পড়ে না— কারুকে মিথ্যা কষ্ট দেয় না । ડો