পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . . . . . ش .4* * - . . . .‘ - . . זבילי הלי تستانتيكو - - - - q : - * . . . . . . . . . . .”.” . . . . . . . .", সব ভক্ত আছে-পার্ষদ-আপনার লোক। যাই আ * বেজে উঠতো অমনি কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চীৎকার । করে বলতাম, ‘ওরে তোরা কে কোথায় আছিস আয়! তোদের দেখবার । জন্য আমার প্রাণ যায় । “আচ্ছা, আমার এই সব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয় ?” । মণি—আপনি তার বিলাসের স্থান ! —এই বুঝেছি, আপনি যন্ত্র, । তিনি যন্ত্রী, জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু । আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন । - শ্রীরামকৃষ্ণ–আচ্ছা, হাজরা বলে, দর্শনের পর ষড়ৈশ্বৰ্য্য হয়। মণি—যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বৰ্য্য দেখতে চায় না। । স্ত্রীরামকৃষ্ণ–বোধ হয় হাজরা আর-জন্মে দরিদ্র ছিল, তাই অত ঐশ্বৰ্য্য দেখতে চায় । হাজরা এখন আবার বলেছে, রাধুনি বামুনের সঙ্গে আমি কি কথা কই । আবার বলে, আমি খাজাঞ্চীকে ব’লে তামাকে ঐ সব জিনিস দেওয়াবো ! ( মণির উচ্চহাস্ত্য ) । - ( সহাস্তে )—“ও ঐসব কথা বলতে থাকে আর আমি চুপ ক’রে কি ৷” - . - - [ মানুষ-অবতার ভক্তের সহজে ধারণা হয়— ঐশ্বৰ্য্য ও মাধুর্য্য ], মণি—আপনি ত অনেকবার বলে দিয়েছেন, যে শুদ্ধ ভক্ত সে শ্বর্য্য দেখতে চায় না । যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে খতে চায় –প্রথমে ঈশ্বর চুম্বুক পাথর হন আর ভক্ত ছুচ হন— যে ভক্তই চুম্বুক পাথর হন আর ঈশ্বর ছচ হন—অর্থাৎ ভক্তের কাছে }র ছোট হ’য়ে যান । . . শ্রীরামকৃষ্ণ—যেমন ঠিক সূর্য্যোদয়ের সময়ে সূর্য্য । সে সূৰ্য্যকে iায়াসে দেখতে পারা যায়-চক্ষু ঝলসে যায় না,—বরং চক্ষের তৃপ্তি