পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कचिटपथ्वब्र-अनिटब्र-*ाकूत्र ठैबाबक्रक उडनथ्ण げa রামচন্দ্র যখন “পিতৃসত্যের কারণ” বনে গিয়েছিলেন, গৃহকরাজ চমকিত হইয়াছিলেন। রামলাল ভক্তমাল পড়িতেছেন— নয়নে গলয়ে ধারা মনে উতরোল। চমকি চাহিয়া রহে নাহি আইসে বোল। নিমিখ নাহিক পড়ে চাহিয়া রহিল। কাঠের পুতুল প্রায় অপন্দ হইল৷ তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন, আমার ঘরে এসো। রামচন্দ্র তাঁকে মিতা বলে আলিঙ্গন করিলেন। গহ তখন তাঁহাকে আত্মসমপণ করিতেছেন— গহ বলে ভাল ভাল তুমি মোর মিতে। তোমাকে সপিন দেহ পরাণ সহিতে৷ তুমি মোর সরবস প্রাণ ধন রাজ্য। তুমি মোর ভক্তি, মুক্তি, তুমি শুভকায ॥ আমি মর্যা যাই তব বালায়ের সনে। দেহ সমপিণ মিতা তোমার চরণে৷ রামচন্দ্র চৌদ্দ বৎসর বনে থাকিবেন ও জটাবকেল ধারণ করবেন শনিয়া গহও জটা-বলকল ধারণ করিয়া রহিলেন ও ফলমলে ছাড়া অন্য কিছর আহার করিলেন না। চৌন্দবৎসরান্তে রাম আসিতেছেন না দেখিয়া, গৃহ অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন, এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন। সংবাদ পাইয়া গহে মহানন্দে ভাসিতেছেন। রামচন্দ্র ও সীতা পাপক রথে করিয়া আসিয়া উপসিথত হইলেন । দয়াল পরমানন্দ, প্রেমাধীন রামচন্দ্ৰ, ভক্তবৎসল গণধাম। প্রিয় ভক্তরাজ গহে, হেরিয়া পলক দেহ, হৃদয়ে লইলো প্রিয়তম৷ গাঢ় আলিঙ্গনে দোঁহে, প্রভু ভূত্যে লাগি রহে, আশ্রজেলে দোঁহা অঙ্গ ভিজে।

  • কোলাহল হ’ল ক্ষিতি মাঝে ॥

| কেশৰ সেনের যদাচ্ছালাভ—উপায়—তাঁর বৈরাগ্য ও সংসার ত্যাগ ] আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা বিশ্রাম করিতেছেন। মাল্টার কাছে বসিয়া আছেন। এমন সময় শ্যাম ডাক্তার ও আরো কয়েকটি লোক আসিয়া উপসিথত হইলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ—কম যে বরাবরই করতে হয়, তা নয়। ঈশ্বর লাভ হ’লে আর কম থাকে না। ফল হলে ফল আপনিই ঝরে যায়। “যার লাভ হয়, তার সন্ধ্যাদি কম থাকে না। সন্ধ্যা গায়ত্রীতে লীন হয়। তখন গায়ত্রী জপলেই হয়। আর গায়ত্রী ওঁকারে লয় হয়। তখন গায়ত্রীও বলতে হয় না। তখন শুধ ও বললেই হয়। সন্ধ্যাদি কম কত দিন ? যতদিন হরিনামে কি রামনামে পলক না হয়, আর ধারা না পড়ে। টাকাকড়ির জন্য, কি মোকদ্দমা জিত হবে বলে, পজেদি কম ; ও সব ভাল না।”