পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

प्रांचाहनथ्वङ्ग-प्रांणचट्द्र-बीचणहष्ण ब्राञणाट्णव्र भान షిపి না। ছেলেটি কান্না আরম্ভ করলে। বলতে লাগল ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন; তুমি কেন আসবে না কেন আমার কাছে খাবে না ? ব্যাকুল হয়ে যাই খানিকক্ষণ কে’দেছে, ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন! ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুরঘর থেকে সে গেল, বাড়ীর লোকেরা বললে, ভোগ হয়ে গেছে ; সে সব নামিয়ে আন। ছেলেটি বললে, হাঁ হয়ে গেছে; ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বললে সে কি রে! ছেলেটি সরল বধিতে বললে, কেন, ঠাকুর ত খেয়ে গেছেন! তখন ঠাকুরঘরে গিয়ে দেখে সকলে অবাক! नन्था श्रख् मङ्गौ आळछ । ठाकूव्र वैोब्राधङ्कक नश्वरथानाब्र मर्याचक्रण श्राद्ध्व' দাঁড়াইয়া মণির সহিত কথা কহিতেছেন। সম্মখে গঙ্গা। শীতকাল, ঠাকুরের গায়ে গরম কাপড়। শ্রীরামকৃষ্ণ—পঞ্চবটীর ঘরে শোবে ? মণি—নহবতখানার উপরের ঘরটি কি দেবে না ? ঠাকুর খাজাঞ্জীকে মণির কথা বলিবেন। থাকবার ঘর একটি নিদিষ্ট করে দিবেন। তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে। তিনি কবিত্বপ্রিয়। নহবৎ থেকে আকাশ, গঙ্গা, চাঁদের আলো, ফলগাছ এ সব দেখা যায়। শ্রীরামকৃষ্ণ—দেবে না কেন ? তবে পঞ্চবটীর ঘর বলছি এই জন্য ওখানে অনেক হরিনাম, ঈশবর চিন্তা হয়েছে। फूङौग्न गिब्रट्झन 'थठब्राञ्जन (END OF LIFE) त्रे-बब्रट्क स्वाजबाना ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ধনা দেওয়া হইল। ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা, করিতেছেন। মণি মেজেতে বসিয়া আছেন। রাখাল লাট, রামলাল ই-হারাও ঘরে আছেন। ঠাকুর মণিকে বলিতেছেন, কথাটা এই—তাঁকে ভক্তি করা, তাঁকে ভালবাসা। রামলালকে গাইতে বলিলেন। তিনি মধরে কণ্ঠে গাইতেছেন। ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন। ঠাকুর বলাতে রামলাল প্রথমে শ্ৰীগৌরাঙ্গের সন্ন্যাস গাইতেছেন— কি দেখিলাম রে, কেশব ভারতীর কুটীরে, , অপরপ জ্যোতি, শ্ৰীগৌরাঙ্গ মারাত, দনেয়নে প্রেম বহে শতধারে। গৌর মত্তমাতঙ্গের প্রায়, প্রেমাবেশে নাচে গায়, কতু ধলোতে লন্টায়, নয়ন জলে ভাসে রে, কাঁদে আর বলে হরি, সবগমত্ত্য ভেদ করি, সিংহরবে রে ;