পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏOR बैंब्रिाबक्रककथात्राख्-२त्र छाण t s૪૪8, હરે હર્મદાન আছে, সে তুমিই। তুমিই মানষেরাপে আমাদের কাছে রয়েছো; তুমিই মানুষ বলে বোধ হ’চ্ছ; বস্তুত তুমি মানুষ নও, সেই পরব্রহ্ম।” রামচন্দ্র বললেন, নারদ ! তোমার উপর বড় প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। নারদ বললেন, "রাম! আর কি বর চাহিব ? তোমার পাদপদ্মে শািন্ধা ভক্তি দাও। আর তোমার ভুবনমোহিনী মায়ায় যেন মন্ধে করো না। অধ্যায়ে কেবল জ্ঞান-ভক্তিরই কথা । কেশবের শিষ্য অমতের কথা পড়িল । রাম—অমতবাব একরকম হয়ে গেছেন! শ্রীরামকৃষ্ণ–হাঁ, সেদিন বড় রোগা দেখলাম। রাম—মহাশয়! লেকচারের কথা শনেন। যখন খোলের শব্দ হয়, সেই সময় বলে ‘কেশবের জয় । আপনি বলেন কি না যে, গেড়ে ডোবায় দল হয়। তাই একদিন লেকচারে অমতবাব বললেন, সাধ বলেছেন বটে, গেড়ে ডোবায় দল বাঁধে; কিন্তু ভাই, দল চাই, দল চাই ? সত্য বলছি, সত্য বলছি দল চাই ! (সকলের হাস্য)। ठैब्राञङ्कक्–4 कि ! झा ! छा ! छा.! ७ कि दलकाम्नान्न ! কেহ কেহ একট প্রশংসা ভালবাসেন, এই কথা পড়িল । শ্রীরামকৃষ্ণ—নিমাই-সন্ন্যাসের যাত্রা হচ্ছিল, কেশবের ওখানে আমায় নিয়ে গিছিল। সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজন কে বললে এরা দুজনে গোঁর নিতাই; প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করলে তাহলে আপনি কি ? দেখলাম কেশব চেয়ে রহিল ; আমি কি বলি দেখবার জন্য। আমি । বললাম, আমি তোমাদের দাসানদাস, রেণর রেণ। কেশব হেসে বললে ‘ইনি ধরা দেন না।’ Q রাম—কেশব কখনও বলতেন, আপনি জন দি ব্যাপটিস্ট। একজন ভক্ত—আবার কিন্তু কখন কখন বলতেন Nineteenth Century-র (উনবিংশ শতাব্দীর) চৈতন্য আপনি। Q শ্রীরামকৃষ্ণ—ওর মানে কি ? ভক্ত—ইংরাজী এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন; সে আপনি। শ্রীরামকৃষ্ণ (অন্যমনস্ক হয়ে)—তাত হলো। এখন হাতটা* আরাম কেমন করে হয় বল দেখি ? এখন কেবল ভাবছি, কেমন করে হাতটি সারবে ! ত্ৰৈলোক্যের গানের কথা পড়িল। ত্ৰৈলোক্য কেশবের সমাজে ঈশ্বরের নাম-গুণ কীৰ্ত্তন করেন। o শ্রীরামকৃষ্ণ—আহা! ত্ৰৈলোক্যের কি গান !

  • কিয়দিন পবে ঠাকুর গ্রীরামকৃষ্ণ পড়িয়া গিয়া হাত ভাগিয়া ফেলিয়াছেন। হাতে বাড়া দিয়া অনেক দিন বধিয়া রাখতে হইয়াছিল। তখনও বাঁধা ছিল।