পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'ృ0by प्लेक्कैज्ञाबक्लककथाबाङ-देब्र उाण [ ১৮৮৪, ৫ই এপ্রিল লোকের কাছে দুঃখ প্রকাশ করিয়াছিলেন। তাই অধর রামের বাড়ীতে গিয়াছিলেন।. তার ভুল হইয়াছিল, এজন্য দুঃখ প্রকাশ করিতে গিয়াছিলেন। রাম—সে অধরের দোষ নয়, আমি জানতে পেরেছি, সে রাখালের দোষ। রাখালের উপর ভার ছিল— শ্রীরামকৃষ্ণ—রাখালের দোষ ধরতে নাই ; গলা টিপলে দুধ বেরোয়! রাম—মহাশয়! বলেন কি, চণ্ডীর গান হ’ল—, শ্রীরামকৃষ্ণ—অধর তা জানত না। ঐ দেখ না, সে দিন যদ মল্লিকের বাড়ী আমার সঙ্গে গিছিল। আমি চলে আসবার সময় জিজ্ঞাসা করলাম, তুমি সিংহবাহিনীর কাছে প্রণামী দিলে না। তা বললে, মহাশয়! আমি জানতাম না যে, প্রণামী দিতে হয়। “তা যদি না বলেই থাকে, হরিনামে দোষ কি? যেখানে হরিনাম, সেখানে না বললেও যাওয়া যায়। নিমন্ত্রণ দরকার নাই।"