পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छछूनच थ-पछ छैोब्राञङ्कक नर्गकटलध्बटब्र छल्लनटब्ण-कर्गजकाज्राम्न टेक्लङनाजौजानभन aधय नबिटलझन ब्राषाण, नाब्राण, निरङादृशानाज ७ ८शर्छ८णानाद्वलन्न नरबान আজ রবিবার, ২১শে সেপ্টেম্বর, ১৮৮৪ (৬ই আশিবন, ১২৯১)। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন। রাম, মহেন্দু মলখনয্যে, চুনিলাল, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। চুনিলাল সবে শ্ৰীবান্দাবন হইতে ফিরিয়াছেন। সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন। রাখাল ও বলরাম এখনও ফেরেন নাই। নিত্যগোপালও বন্দাবনে আছেন। ঠাকুর চুনীলালের সহিত বান্দাবনের কথা কহিতেছেন। s শ্রীরামকৃষ্ণ—রাখাল কেমন আছে ? চুনি—আজ্ঞে, তিনি এখন আছেন ভাল। শ্রীরামকৃষ্ণ—নিত্যগোপাল আসবে না ? চুনি—এখনও সেখানে আছেন, দেখে এসেছি । শ্রীরামকৃষ্ণ—তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে ? চুনি—বলরামবাব বলেছেন, ভাল উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেবো। নাম দেন নাই । ঠাকুর মহেন্দু মল্লখয্যের সঙ্গে নারাণের কথা কহিতে লাগিলেন। নারাণ স্কুলে পড়ে। ১৬|১৭ বৎসর বয়স। ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে। •ঠাকুর বড় ভালবাসেন । শ্রীরামকৃষ্ণ—খবে সরল ; না ? সরল এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপন্ণ হইলেন। মহেন্দু—আজ্ঞে হাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ—তার মা সেদিন এসেছিল। অভিমানী দেখে ভয় হলো। তার পর তোমরা এখানে আসো, কাপেতন আসে, এ সব সেদিন দেখতে পেলে । তখন অবশ্য ভাবলে যে, শধ্যে নারাণ আসে আর আমি আসি, তা নয়। (সকলের হাস্য)। মিছরি এ ঘরে ছিল তা দেখে বললে, বেশ মিছরি! তবেই জানলে, খাবার দাবার কোন অসুবিধা নাই। . . “তাদের সামনে বুঝি বাবরামকে বললাম, নারাণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলি রেখে দে। তার পর গণির মা ওরা সব বললে, মা গো, নৌকাভাড়ার জন্য যা করে! আমায় বললে যে, আপনি নারাণকে বলন যাতে