পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>&O শ্রীশ্রীরামকৃষ্ণকথামতে—২য় ভাগ । ১৮৮৪, ২১শে সেপ্টেম্বর বল প্রভু, কৃষ্ণ কই, কৃষ্ণ কোথা পাব, O দেহ পদধলি বনমালী যেন পাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া কথা কহিতে যাইতেছেন, কিন্তু পারিতেছেন না। গদগদ সবর! গণ্ডদেশ নয়নজলে ভাসিয়া গেল। একদটে দেখিতেছেন, নিমাই শ্রীবাসের পা জড়াইয়া রহিয়াছেন। আর বলিতেছেন, ‘কই প্রভু কৃষ্ণভক্তি ত হলো না।’ এদিকে নিমাই পড়য়াদের আর পড়াইতে পারিতেছেন না। গঙ্গাদাসের কাছে নিমাই পড়িয়াছিলেন। তিনি নিমাইকে বুঝাইতে আসিয়াছেন। শ্ৰীবাসকে বলিলেন—শ্ৰীবাস ঠাকুর, আমরাও ব্রাহ্মণ, বিষ্ণপজো করে থাকি, আপনারা মিলে দেখছি সংসারটা ছারখার করলেন। শ্রীরামকৃষ্ণ (মাস্টারকে)–এ সংসারীর শিক্ষা এও কর, ওও কর। সংসারী যখন শিক্ষা দেয়, তখন দদিক রাখতে বলে। মাল্টার—আজ্ঞা, হাঁ । গঙ্গাদাস নিমাইকে আবার বঝোইতেছেন—‘ওহে নিমাই, তোমার ত শাস্ত্রজ্ঞান হয়েছে ? তুমি আমার সঙ্গে তক কর। সংসারধর্ম অপেক্ষা কোন ধম প্রধান, আমায় বোঝাও । তুমি গহী, গহীর মত আচার না করে অন্য আচার কেন কর ?” শ্রীরামকৃষ্ণ (মাস্টারকে)—দেখলে ? দই দিক রাখতে বলছে! মাল্টার—আজ্ঞা, হাঁ। নিমাই বলিলেন, আমি ইচ্ছা করে সংসারধর্ম উপেক্ষা করি নাই; আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে। কিন্তু— প্রভু কোন হেতু কিছল নাহি জানি, প্রাণ টানে কি করি কি করি, ভাবি কুলে রই, কুলে আর রহিতে না পারি, প্রাণ ধায় বঝোলে না ফেরে, সদা চায় ঝাঁপ দিতে অকুল পাথারে। শ্রীরামকৃষ্ণ—আহা!