পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ শ্রীশ্রীরামকৃষ্ণকথামত—২য় ভাগ ( ১৮৮৪, ২১শে সেপ্টেম্বর যবনিকা উঠিয়া গেল। রাজপথে নিত্যানন্দ মাথায় হাত দিয়া রক্তস্রোত বন্ধ করিতেছেন। মাধাই কলসীর কানা ছড়িয়া মারিয়াছেন ; নিতাইয়ের ভ্ৰক্ষেপ নাই। গৌরপ্রেমে গরগর মাতোয়ারা! ঠাকুর ভাবাবিট। দেখিতেছেন, নিতাই জগাই মাধাইকে কোল দিবেন। নিতাই বলিতেছেন— প্রাণ ভরে আয় হরি বলি, নেচে আয় জগাই মাধাই। মেরেছ বেশ করেছ, হরি বলে নাচ ভাই ॥ বলরে হরিবোল ; প্রেমিক হরি প্রেমে দিবে কোল। তোল রে তোল হরিনামের রোল। * পাওনি প্রেমের সবাদ, ওরে হরি বলে কাঁদ, হেরবি হৃদয় চাঁদ। ওরে প্রেমে তোদের নাম বিলাব, প্রেমে নিতাই ডাকে তাই। এইবার নিমাই শচীকে সন্ন্যাসের কথা বলিতেছেন। শচী মচ্ছিতা হইলেন। মছো দেখিয়া দশকবন্দ অনেকে হাহাকার করিতেছেন। শ্রীরামকৃষ্ণ অণুমাত্র বিচলিত না হইয়া একদণ্টে দেখিতেছেন : কেবল নয়নের কোণে এক বিন্দ জল দেখা দিয়াছে! গৌরাঙ্গপ্রেমে মাতোয়ারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ অভিনয় সমাপ্ত হইল। ঠাকুর গাড়ীতে উঠিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা : এক দেখলাম।” & গাড়ী মহেন্দু মখায্যের কলে যাইতেছে। হঠাৎ ঠাকুর ভাবাবিট হইলেন। কিয়ৎক্ষণ পরে প্রেমভরে আপনা-আপনি বলিতেছেন,— “হা কৃষ্ণ ! হে কৃষ্ণ ! জ্ঞান কৃষ্ণ ! প্রাণ কৃষ্ণ ! মন কৃষ্ণ ! আত্মা কৃষ্ণ !' ' ८मझ कृषः !” ठावाद्ग दर्शाळाहउद्दछ्न, “टाण ८छ् ८शाबिन्न, अभ छौबन ! গাড়ী মল্লখযোদের কলে পেশছিল। অনেক যত্ন করিয়া মহেন্দু ঠাকুরকে খাওয়াইলেন। মণি কাছে বসিয়া। ঠাকুর সস্নেহে তাঁহাকে বলিতেছেন, তুমি কিছর খাওনা। হাতে করিয়া মেঠাই প্রাসাদ দিলেন। এইবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্ববর-কালীবাড়ীতে যাইতেছেন। গাড়ীতে মহেন্দু মখয্যে আরও দু-তিনটি ভক্ত। মহেন্দ্র খানিকটা এগিয়ে দিবেন। ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন— दृशौब्र निङाई दृङाश्रब्रा नद छाहे । [ ৯২ পৃষ্ঠা মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। so মহেন্দু তীথে যাইবেন। ঠাকুরের সহিত সেই সব কথা কহিতেছেন।