পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

काजकाऊा-छडनाजौजा क्थfन, ८भाँब्रटअटब आटङाम्नात्वा टैौब्राबकूक sミ○ শ্রীরামকৃষ্ণ (মহেন্দ্রের প্রতি, সহস্যে)—প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে। “কিন্তু শীঘ্র এস। আহা, অনেকদিন থেকে তোমার বাড়ীতে যাব মনে করেছিলাম, তা একবার দেখা হলো বেশ হলো।” মহেন্দু—আজ্ঞা, জীবন সাথক হলো! শ্রীরামকৃষ্ণ—সাথক ত আছেনই। আপনার বাপও বেশ! সেদিন দেখলাম ; অধ্যায়ে বিশ্বাস। মহেন্দু—আজ্ঞা, কৃপা রাখবেন যেন ভক্তি হয়। শ্রীরামকৃষ্ণ—তুমি খুব উদার, সরল। উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না। কপটতা থেকে অনেক দর। মহেন্দু শ্যামবাজারের কাছে বিদায় লইলেন। গাড়ী চলিতেছে। শ্রীরামকৃষ্ণ (মাটারের প্রতি)—যদ মল্লিক কি করলে ? মাস্টার (স্বগতঃ)—ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতে দেহধারণ করিয়াছেন ?