পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ट्षाकृष्ण ध-क्ल রামের বাটীতে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ अक्ष्ाण्छेञौ निबटन ब्राटञब्र बाझैौटङ टैंोब्राश्रङ्कक আজ রবিবার, মহাটমী, ২৮শে সেপ্টেম্ববর, ১৮৮৪ খাটাব্দ । ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দশন করিতে আসিয়াছেন। অধরের বাড়ী শারদীয় দাগোৎসব হইতেছে । ঠাকুরের তিন দিন নিমন্ত্রণ। অধরের বাড়ী প্রতিমা দশন করিবার প্বে রামের বাড়ী হইয়া যাইতেছেন। বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনিলাল, নরেন্দ্র, নিরঞ্জন, নারাণ, হরিশ, বাবরাম, মাল্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন। বলরাম, রাখাল এখন বন্দাবনধামে বাস করিতেছেন। শ্রীরামকৃষ্ণ (বিজয় ও কেদার দলেট, সহস্যে)—আজ বেশ মিলেছে। দু'জনেই একভাবের ভাবী। (বিজয়ের প্রতি) হ্যাগা, শিবনাথ ? আপনি— বিজয়—আজ্ঞা হাঁ, তিনি শুনেছেন। আমার সঙ্গে দেখা হয়নি। তবে আমি সংবাদ পাঠিয়েছিলাম, আর তিনি শনেওছেন। ঠাকুর শিবনাথের বাড়ী গিয়াছিলেন, তাঁহার সহিত দেখা করিবার জন্য কিন্তু দেখা হয় নাই। পরে বিজয় সংবাদ দিয়াছিলেন, কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করতে পারেন নাই। J শ্রীরামকৃষ্ণ (বিজয়াদির প্রতি)—মনে চারিটি সাধ উঠেছে। “বেগন দিয়ে মাছের ঝোল খাব। শিবনাথের সঙ্গে দেখা করবো । হরিনামের মালা এনে ভক্তেরা জপবে, দেখবো। আর আট আনার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে, তাই দেখবো আর প্রণাম করবো।” নরেন্দ্র সম্মুখে বসিয়া। এখন বয়স ২২/২৩। কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দটি নরেন্দ্রের উপর পড়িল । ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন। নরেন্দ্রের হাঁটতে একটা পা বাড়াইয়া দিয়া ঐ ভাবে দাঁড়াইয়া আছেন। সম্পণে বাহ্যশন্যে, চক্ষ পন্দহীন ! [God impersonal and personal-সচিদানন্দ ७ काब्रणानम्नअग्नौ– ब्राह्मीब" G ब्लन्नीय" ! ब्रेश्वबङ्गट्काछैि ७ छौवट्काझैि– निप्ङजिद्वश्वब्र क्षाक ] অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। এখনও আনন্দের নেশা ছটিয়া যায় নাই। ঠাকুর আপনা আপনি কথা কহিতেছেন, ভাবস্থ হইয়া নাম করিতেছেন। 之芬一>