পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कर्गजकाजा-अशच्छेबौनिबटन ब्राटप्रब्र बाछेौ८ड बिछब्र धकृीड जटप्पा 'ృచిళలి এবার তুমি খাও কি আমি খাই মা, দটার একটা করে যাব। হাতে কালী মুখে কালী, সবাগে কালী মাখিব। যখন আসবে শমন বাঁধবে কসে, সেই কালী আর মাখে দিব। যদি বল কালী খেলে, কালের হাতে ঠেকা যাবো। আমার ভয় কি তাতে, কালী বলে কালেরে কলা দেখাবো। ডাকিনী যোগিনী দিয়ে, তরকারী বানায়ে খাবো। মন্ডমালা কেড়ে নিয়ে অবলে সমবরা দিব ॥ কালীর বেটা শ্রীরামপ্রসাদ, ভালমতে তাই জানাবো। তাতে মন্ত্রের সাধন, শরীর পতন, যা হবার তাই ঘটাইব। “উন্মাদের মতন অবস্থা হয়েছিল। এই ব্যাকুলতা” নরেন্দ্র গান গাইতে লাগিলেন— আমায় দে মা পাগল করে আর কাজ নাই জ্ঞানবিচারে। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার সমাধিস্থ। সমাধিভঙ্গের পর ঠাকুর গিরিরাণীর ভাব আরোপ করিয়া আগমনী গাইতেছেন। গিরিরাণী বলছেন, পরবাসীরে! আমার কি উমা এসেছে ? ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান গাইতেছেন। গানের পর ঠাকুর ভক্তদের বলিতেছেন, “আজ মহাস্টমী কি না ; মা এসেছেন! তাই এত উদ্দীপন হচ্ছে!” কেদার—প্রভু! আপনিই এসেছেন। মা কি আপনি ছাড়া? ऊाट्ब्र ट्रेक ८णजद्ध लद्दे, एलाभ बाब्र छन भागडा ॥ ব্ৰহ্মা পাগল, বিষ্ণ পাগল, আর পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাঙ্গল নবদ্বীপ। আর এক পাগল দেখে এলাম বন্দাবন মাঝে। রাইকে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে৷ আর এক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে। রাধাপ্রেম সন্ধা বলে, করোয়া কাঁসিত হাতে। আবার ভাবে মত্ত হইয়া ঠাকুর গাহিতেছেন— कथन कि ब्रटण्ण धाक आ थाधा, नथा उब्राण्गनौ । ঠাকুর গান করিতেছেন। হঠাৎ "হরিবোল হরিবোল” বলিতে বলিতে বিজয় দণ্ডায়মান। ঠাকুর শ্রীরামকৃষ্ণও ভাবোন্মত্ত হইয়া বিজয়াদি ভক্ত সঙ্গে নত্য করিতে লাগিলেন।