পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সঙ্গতদশ খণ্ড मचिट्नथ्बढव्र नख्यौग:छा निबटन ऊढनzण्ग वैोब्राभकूक थधक्ष श्रद्विट्झङ्क्तः नर्गकट्षथ्बटब्र छैोब्राञकृक बटब्रन्छ, झबनाथ टाँङ्घीऊ ज८थ्ण আজ নবমী পজা সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ১৮৮৪ খৃস্টাব্দ। এইমাত্র রাত্রি প্রভাত হইল। মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল। নহবৎ হইতে রোশনচোঁকি প্রভাতী রাগরাগিনী আলাপ করিতেছে। চাওগারী হস্তে মালীরা ও সাজি হতে ব্রাহ্মণেরা পাপচয়ন করিতে আসিতেছেন। মার পজা হইবে। শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন। ভবনাথ, বাবরাম, নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রহিয়াছেন। তাঁহারা ঠাকুরের ঘরের বারান্দায় শ্যইয়াছিলেন। চক্ষ উন্মীলন করিয়া দেখিলেন, ঠাকুর মাতোয়ারা হইয়া নত্য করিতেছেন। - বলিতেছেন–জয় জয় দগে ! জয় अग्न भट्टश* !- * ঠিক একটি বালক ! কোমরে কাপড় নাই। মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন। . wo কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন—সহজানন্দ, সহজানন্দ! শেষে গোবিন্দের নাম বার.বার বলিতেছেন— ونسي & প্রাণ হে গোবিন্দ মম জীৱন ! ভক্তেরা উঠিয়া বসিয়াছেন। একদন্টে ঠাকুরের ভাব দেখিতেছেন। হাজরাও কালীবাড়ীতে আছেন। ঠাকুরের ঘরের দক্ষিণপবে বারাণ্ডায় তাঁহার আসন। লাটাও আছেন ও তাঁহার সেবা করেন! রাখাল এ সময় বন্দাবনে। নরেন্দ্র মাঝে মাঝে আসিয়া দশন করেন। আজ নরেন্দ্র আসিবেন। ঠাকুরের ঘরের উত্তরদিকের ছোট বারাণ্ডাটিতে ভক্তেরা শুইয়াছিলেন। শীতকাল, তাই ঝাঁপ দেওয়া ছিল। সকলের মুখ ধোয়ার পরে এই উত্তর বারাডাটিতে ঠাকুর আসিয়া একটি মাদরে বসিলেন। ভবনাথ ও মাল্টার কাছে বসিয়া আছেন। অন্যান্য ভক্তেরাও মাঝে মাঝে আসিয়া বসিতেছেন। [जौबटकर्णाझे नरथब्राम्रा (Sceptic)-अॅथ्वब्रट्काफ़ेिब्र ध्वऊर्शनष्य बिथ्बान] শ্রীরামকৃষ্ণ (ভবনাথের প্রতি)—কি জানিস, যারা জীবকোটি, তাদের বিশ্ববাস সহজে হয় না। ঈশ্বরকোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ। প্রহাদ ‘ক’, লিখতে. একেবারে কান্না-কৃষ্ণকে মনে পড়েছে! জীবের স্বভাব-সংশয়াত্মক বধি। তারা বলে, হাঁ, বটে, কিন্তু— ।