পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ᏹ8Ꮊ घैटैंोब्राबङ्गककथाबुछ-२ब्र खाण [ s४४8, २stश्र प्ञट'प्लेम्वन्न কৃপা করে দিও মা গো রাঙ্গা চরণ দুখানি ॥ পার কর ও মা কালী,কালের কামিনী। তরাবারে দটি পদ করেছ তরণী ॥ তুমি সবগ, তুমি মত্য, তুমি গো পাতাল। তোমা হতে হরি ব্রহ্মা বাদশ গোপাল ॥ গোলকে সব মঙ্গলা, ব্লজে কাত্যায়নী। কাশীতে মা অন্নপ্রণা অনন্তরাপিণী ॥ দগো দগো দগো বলে যেবা পথে চলে যায়। শলেহন্তে শালপাণি রক্ষা করেন তায় ॥ छुठौग्न नब्रिटळ्म खबनाथ नटब्रन्छ अङ्घर्णाङ अट्था छैोब्राञङ्कटक्ख्न जञाथि ७ नाउा হাজরা উত্তরপাব বারান্দায় বসিয়া হরিনামের মালা হাতে করিয়া জপ করিতেছেন। ঠাকুর সম্মখে আসিয়া বসিলেন ও হাজরার জপের মালা হাতে লইলেন। মাল্টার ও ভবনাথ সঙ্গে। বেলা প্রায় দশটা হইবে। শ্রীরামকৃষ্ণ (হাজরার প্রতি)—দেখ, আমার জপ হয় না ;–না, না, হয়েছে – বাঁ হাতে পারি, কিন্তু উদিক (নাম জপ) হয় না! এই বলিয়া ঠাকুর একটা জপ করিবার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু জপ । আরম্ভ করিতে গিয়া একেবারে সমাধি ! ঠাকুর এই সমাধি অবস্থায় অনেকক্ষণ বসিয়া আছেন। হাতে মালা-গাছটি এখনও রহিয়াছে। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। হাজরা নিজের আসনে বসিয়া—তিনিও অবাক হইয়া দেখিতেছেন। অনেকক্ষণ পরে হ:শ হইল। ঠাকুর বলিয়া উঠিলেন, খিদে পেয়েছে। প্রকৃতিপথ হইবার জন্য এই কথাগুলি প্রায় বলেন। ’ মাস্টার খাবার আনিতে যাইতেছেন। ঠাকুর বলিয়া উঠিলেন, “ন বাপ, আগে কালী ঘরে যাব।” [नबञौ ऋछा-नबटन द्वैोब्राश्रङ्कटकब्र 'काजौभएछा ] ঠাকুর পাকা উঠান দিয়া দক্ষিণাস্য হইয়া কালীঘরের দিকে যাইতেছেন। যাইতে যাইতে বাদশ মন্দিরের শিবকে উদ্দেশ করিয়া প্রণাম করিলেন। বামপাশেব রাধাকান্তের মন্দির। তাঁহাকে দশন করিয়া প্রণাম করিলেন। কালীঘরে গিয়া মাকে প্রণাম করিয়া আসনে বসিয়া মার পাদপদ্মে ফল দিলেন, নিজের মাথায়ও ফল দিলেন। চলিয়া আসিবার সময় ভবনাথকে বলিলেন, এইগলি নিয়ে চল—মার প্রসাদী ভাব আর শ্রীচরণামত। ঠাকুর ঘরে ফিরিয়া