পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8२ प्लेब्राबङ्घककथाबुङ-३छ उान [ ४४४8, २sएक्ष नेम्वन्त्र করিয়া সাধকে নমস্কার করিতেছেন এবং যতক্ষণ সে সাধটি রহিলেন, ততক্ষণ शज्र छाफु कर्मीब्रम्ना झाँप्लाष्ट्रेझा स्नार्दछ्न। সাধটি চলিয়া গেলে ভুবনাথ হসিতে হাসিতে বলিতেছেন, আপনার সাধর উপর কি ভক্তি ! শ্রীরামকৃষ্ণ (সহস্যে)—ওরে তমোমাখ নারায়ণ! যাদের তমোগণে, তাদের এই রকম করে প্রসন্ন করতে হয়। এ যে সাধ! [ टैंोब्राअङ्कक G ८णाजकथाश्र ८षणा-ठिक ट्णाटकङ्ग शबश छम्न' ] গোলোকধাম খেলা হইতেছে। ভক্তেরা খেলিতেছেন, হাজরাও খেলিতেছেন। ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। মাস্টার ও কিশোরীর ঘটি উঠিয়া গেল। ঠাকুর দইজনকে নমস্কার করিলেন। বলিলেন, ধন্য তোমরা দ ভাই। (মাস্টারকে একান্তে) আর খেলো না। ঠাকুর খেলা দেখিতেছেন, হাজরার ঘাঁটি একবার নরকে পড়িয়াছিল। ঠাকুর বলিতেছেন, হাজরার কি হল –আবার! অর্থাৎ হাজরার ঘটি আবার নরকে পড়িয়াছে! সকলে হো হো করিয়া হাসতেছেন। ves লাটর ঘটি সংসার ঘর থেকে একেবারে সাতচিৎ মন্তি! লাট ধেই ধেই করিয়া নাচিতেছেন। ঠাকুর বলিতেছেন, নোটোর যে আহাদ—দেখ। ওর উটি না হলে মনে বড় কটে হত। ভেক্তদের প্রতি একান্তে)-এর একটা মানে আছে। হাজরার বড় অহঙ্কার যে, এতেও আমার জিত হবে। ঈশ্বরের এমনও আছে যে, ঠিক লোকের কখনও কোথাও তিনি অপমান করেন না। সকলের কাছেই জয়। फफूथ* नब्रिटन्छ्न - नद्वब्रन्छ टाकृङिद्वक व्छौद्वजाक जईब्रा नाशन निद्वषथ, बाञाळाब्र निन्ना [ পৰে কথা—তাঁথদিশন ; কাশীতে ভৈরবী চক্ৰ—ঠাকুরের সন্তানভাৰ ] ঘরে ছোট তক্তপোষটিতে ঠাকুর বসিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, বাবরাম, মাস্টার মেজেতে বসিয়া আছেন। ঘোষপাড়া ও পঞ্চনামী এই সব মতের কথা নরেন্দ্ৰ তুলিলেন। ঠাকুর তাহাদের বণনা করিয়া নিন্দা করিতেছেন। বলিতেছেন, —“ঠিক ঠিক সাধন করিতে পারে না, ধমের নাম করিয়া ইন্দ্রিয় চরিতাথ’ করে । * (Eи (নরেন্দ্রের প্রতি)—“তোর আর এ সব শনে কাজ নাই। “ভৈরব, ভৈরবী, এদেরও ঐ রকম। কাশীতে যখন আমি গেলাম, তখন একদিন ভৈরবীচক্লে আমায় নিয়ে গেল। একজন করে ভৈরব, একজন করে ভৈরবী । আমায় কারণ পান করতে বললে। আমি বললাম, মা, আমি