পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कचिरष-वद्र-अग्निट्न-नवबौभजाक्किन उडनrण वैद्राबक्रक ১৪৩ কারণ ছতে পারি না। তখন তারা খেতে লাগলো। আমি মনে কল্লাম, এইবার বঝি জপ ধ্যান করবে। তা নয়, নত্য করতে আরম্ভ করলে! আমার ভয় হতে লাগলো, পাছে গঙ্গায় পড়ে যায়। চক্ৰটি গঙ্গার ধারে হয়েছিল। “স্বামী-স্ত্রী যদি ভৈরব-ভৈরবী হয়, তবে তাদের বড় মান। (নরেন্দ্রাদি ভক্তের প্রতি)–“কি জান ? আমার ভাব মাতৃভাব, সন্তানভাব। মাতৃভাব অতি শািন্ধভাব, এতে কোন বিপদ নাই। ভগ্নীভাব, এও মন্দ নয়। সন্নীভাব—বীরভাব বড় কঠিন। তারকের বাপ ঐ ভাবে সাধন করত। বড় কঠিন। ঠিক ভাব রাখা যায় না। “নানা পথ ঈশ্বরের কাছে পেপছিবার। মত পথ। যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায়। তবে কোনও পথ শািন্ধ, কোনও পথ নোংরা, শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভাল। “অনেক মত—অনেক পথ—দেখলাম। এ সব আর ভাল লাগে না। পরপর সব বিবাদ করে। এখানে আর কেউ নাই ; তোমরা আপনার লোক, তোমাদের दर्जाछ्, ८भट्व ७हे बदवर्गइ, उिनि नग* श्राभि जाँब अरण ; ऊिनि थफू, आभि डाँब्र माण ; उभाबाब्र ७क७कबाब्र ऊर्नाब, ऊिर्गनहें एञाभिं जाभिई ऊिनि !” ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন। [ठेाकूब्र चैौब्राभकृषः ७ श्रानैट्वब्र छेनब्र छाजबाना-Love of Mankind] ভবনাথ (বিনীতভাবে)—লোকের সঙ্গে মনান্তর থাকলে, মন কেমন করে। তা হলে সকলকে ত ভালবাসতে পারলাম না। শ্রীরামকৃষ্ণ—প্রথমে একবার কথাবাতী কইতে—তাদের সঙ্গে ভাব করতে— চেন্টা করবে। চেষ্টা করেও যদি না হয় তার পর আর ও সব ভাববে না। তাঁর শরণাগত হও—তাঁর চিন্তা কর—তাঁকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই। • ভবনাথ—ক্লাইণ্ট, চৈতন্য, এরা সব বলে গেছেন যে, সকলকে ভালবাসবে। শ্রীরামকৃষ্ণ—ভাল ত বাসবে, সবভূতে ঈশ্বর আছেন বলে। কিন্তু যেখানে দন্টলোক, সেখানে দরে থেকে প্রণাম করবে। কি, চৈতন্যদেব ? তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ। শ্ৰীবাসের বাড়ীতে তাঁর শাশুড়ীকে চুল ধরে বার করা হয়েছিল। ভবনাথ—সে অন্য লোক বার করেছিল। শ্রীরামকৃষ্ণ—তাঁর সম্মতি না থাকলে পারে? “কি করা যায় ? যদি অন্যের মন পাওয়া না গেল, ত রাতদিন কি ঐ ভাবতে হবে ? যে মন তাঁকে দেব, সে মন এদিক ওদিক বাজে খরচ করব ? আমি বলি, মা, আমি নরেন্দ্র, ভবনাথ, রাখাল কিছুই চাই না কেবল তোমায় চাই! মানুষ নিয়ে কি করব ?