পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ88 छैोष्टीब्रामकृककथाबाङ-२छ ऊाण t s४४s, २s८ण एनएन्छेम्वग्न “ঘরে আসবেন চণ্ডী, শনবো কত চন্ডী, { কত আসবেন দণ্ডী যোগী জটাধারী! “তাঁকে পেলে সবাইকে পাব। টাকা মাটি, মাটিই টাকা—সোনা মাটি, মাটিই সোনা—এই বলে ত্যাগ কল্পমে ; গঙ্গার জলে ফেলে দিলাম। তখন ভয় হলো যে, মা লক্ষী যদি রাগ করেন। লক্ষীর ঐশ্বয অবজ্ঞা কল্পমে। যদি খাটি বন্ধ করেন। তখন বললাম, মা তোমায় চাই, আর কিছুই চাই না ; তাঁকে পেলে তবে সব পাব।” ভবনাথ (হাসিতে হাসিতে)—এ পাটোয়ারী ! শ্রীরামকৃষ্ণ (সহস্যে)–হাঁ, ঐটুকু পাটোয়ারী ! “ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন, তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছি। এখন একটি বর নাও সাধক বললেন, ঠাকুর যদি বর দেবেন ত এই বর দিন, যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খাই। এক বরেতে অনেকগুলি হ’ল। ঐশ্বয হল, ছেলে হল, নাতি হল!” (সকলের হাস্য)। পঞ্চম পরিচ্ছেদ श्रेष्ठबन्न ज्रछिछाबक-éीब्राभङ्कटकब्र श्राकृङढि-नष्कौखfनानzन्म ভক্তেরা ঘরে বসিয়াছেন। হাজরা বারান্দাতেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ-হাজরা কি চাইছে জান ? কিছয় টাকা চায়, বাড়ীতে কট দেনা কজ’। তা, জপ ধ্যান করে বলে, তিনি টাকা দেবেন। 编 একজন ভক্ত—তিনি কি বাঞ্ছা পণ কৰ্ত্তে পারেন না ? শ্রীরামকৃষ্ণ—তাঁর ইচ্ছা! তবে প্রেমোন্মাদ না হ’লে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলেকেই হাত ধ’রে খেতে বসিয়ে দেয়। বড়োদের কে দেয় ? তাঁর চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না, তখনই ঈশবর ভার ढलन ।* * “নিজে বাড়ীর খবর লবে না! হাজরার ছেলে রামলালের কাছে বলেছে বাবাকে আসতে বোলো ; আমরা কিছল চাইবো না! আমার কথাগুলি শনে কান্না পেলো । [ टैंोश्रुष-कीधज्र क्लीब्रज्राश्रङ–छैोबान्नाबन नश्वन ] “হাজরার মা বলেছে রামলালকে, প্রতাপকে একবার আসতে বোলো, আর তোমার খড়ো মশায়কে আমার নাম করে বোলো, যেন তিনি প্রতাপকে আসতে বলেন। আমি বললাম—তা শনলে না।

  • অনন্যাশ্চিন্তয়তো মাং যে জনাঃ পযর্ন্যপাসতে ।

তেষাং নিত্যাভিযন্তানাং যোগক্ষেমং বহাম্যহম ॥ গীতা ৯ ॥২২