পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

गचिटकथ्वब्र-अग्निट्ञ-अवबौच्छा क्विटन ज८न्नन्छनि नzeग कौख*ञानन्न s86 “মা কি কম জিনিস গা? চৈতন্যদেৰ কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পাললেন। শচী বলেছিল, কেশব ভারতীকে কাটবো। চৈতন্যদেব অনেক করে বোঝালেন। বল্লেন, মা, তুমি না অনুমতি দিলে আমি যাব না। তবে সংসারে যদি আমায় রাখ, আমার শরীর থাকবে না। আর মা, যখন তুমি মনে করবে, আমাকে দেখতে পাবে। আমি কাছেই থাকব, মাঝে মাঝে দেখা দিয়ে যাব।’ তবে শচী অনুমতি দিলেন। “মা যতদিন ছিল, নারদ ততদিন তপস্যায় যেতে পারেন নি। মার সেবা করতে হয়েছিল কি না। মার দেহত্যাগ হলে তবে হরিনাম করতে বেরলেন। “বন্দোবনে গিয়ে আর আমার ফিরে আসতে ইচ্ছা হলো না । গঙ্গামার কাছে থাকবার কথা হলো। সব ঠিক ঠাক! এদিকে আমার বিছানা হবে, ওদিকে গঙ্গামার বিছানা হবে, আর কলকাতায় যাব না, কৈবতার ভাত আর কতদিন খাব ? তখন হৃদে বললে, না তুমি কলকাতায় চল। সে একদিকে টানে, গঙ্গামা আর একদিকে টানে। আমার খবে থাকবার ইচ্ছা। এমন সময়ে মাকে মনে পড়লো। আমনি সব বদলে গেল। মা বড়ো হয়েছেন। ভাবলাম মার চিন্তা থাকলে ঈশ্বর ফণীশ্বর সব ঘরে যাবে। তার চেয়ে তাঁর কাছে যাই ; গিয়ে সেইখানে ঈশ্বরচিন্তা করবো, নিশিচন্ত হয়ে। (নরেন্দ্রের প্রতি)—“তুমি একটা তাকে বোলো না। আমায় সেদিন বললে, হাঁ দেশে যাব, তিন দিন গিয়ে থাকবো। তারপর যে সেই। (ভক্তদের প্রতি)—“আজ ঘোষপাড়া ফোষপাড়া কি সব কথা হ’ল। গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ ! এখন হরিনাম একটা বলণ কড়ার ডাল টড়ার ডালের পর পায়েস মণ্ডি হয়ে যাক।” নরেন্দ্র গাহিতেছেন— ७क शब्दब्राउन न ब्रव निब्रअट्न, छिड नभाथान कब्र ८ब्र, আদি সত্য তিনি কারণ-কারণ, প্রাণরপে ব্যাপ্ত চরাচরে, জীবন্ত জ্যোতিময়, সকলের আশ্রয়, দেখে সেই যে জন বিশ্বাস করে। অতীন্দ্রিয় নিত্য চৈতন্যস্বরপ, বিরাজিত হৃদিকন্দরে; জ্ঞানপ্রেম পণ্যে, ভূষিত নানাগণে, যাহার চিন্তনে সন্তাপ হরে। অনন্ত গণাধার প্রশান্ত-মরতি, ধারণা করিতে কেহ নাহি পারে, পদাশ্রিত জনে, দেখা দেন নিজ গণে, দীন হীন বলে দয়া করে। চির ক্ষমাশীল কল্যাণদাতা, নিকট সহায় দুঃখসাগরে ; পরম ন্যায়বান করেন ফলদান, পাপপণ্য কম অনুসারে। প্রেমময় দয়াসিন্ধ, কৃপানিধি, শ্রবণে যাঁর গণ অাঁখি ঝরে, তাঁর মাখ দেখি, সবে হও রে সখী, তৃষিত মন প্রাণ যাঁর তরে। 余哥一>0