পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SBS 5ोप्लेब्रामकृककथाबुङ-देब्र छाण f s४४s, २s८ण ८नेथ्वव्र বিচিত্র শোভাময় নিমল প্রকৃতি, বণিতে সে অপরাপ বচন হারে; ভজন সাধন তাঁর, কর হে নিরন্তর, চির ভিখারী হয়ে তাঁর জবারে। (২)—চিদাকাশে হলো পণ প্রেমচন্দোদয় হে। উথলিল প্রেমসিন্ধ কি আনন্দময় হে। (জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়) চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল, , ভক্ত সগে ভক্তসখা লীলারসময় হে। (জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়) স্বগের দয়ার খালি, আনন্দ-লহরী তুলি; নববিধান বসন্ত-সমীরণ বয়, ফটে তাহে মন্দ মন্দ লীলারস প্রেমগন্ধ, ঘাণে যোগীবন্দ যোগানন্দে মত্ত হয় হে। (জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়) আবেশে আকুল, ভক্ত অলিকুল, পিয়ে সধা তার মাঝে। দেখ দেখ মায়ের প্রসন্ন বদন চিত্ত বিনোদন ভুবন-মোহন, পদতলে দলে দলে সাধাগণ, নাচে গায় তারা হইয়ে মগন। কিবা অপরাপ আহা মরি মরি, জড়াইল প্রাণ দরশন করি, & প্রেমদাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয় । , ঠাকুর নাচিতেছেন। বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন, সকলে কীৰ্ত্তন করিতেছেন আর নাচিতেছেন। খাব আনন্দ। গান হইয়া গেলে ঠাকুর নিজে আবার গান ধরিলেন— निबनळण्ग जमाव्रटण्ग खानद्वन्न अशना, সাধাপানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না (মা)। বিপরীত রতাতুরা, পদভরে কাপে ধরা, উভয়ে পাগলের পারা লজ্জা ভয় আর মানে না। মাস্টার সঙ্গে গাহিয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খসি ! গান হইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহাস্যে বলিতেছেন, বেশ খালি হতো, তা হলে আরও জমাট হতো। তাক তাক তা ধিনা, দাক দাক দা ধিনা; এই সব বোল বাজবে! কীৰ্ত্তন হইতে সন্ধ্যা হইয়া গিয়াছে।