পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ü . टैंोटैोब्राबकृककथाबुङ-२म्न छाण [ ১৮৮২, ১৬ই অক্টোবর মাল্টার—যখন পড়াশনা করতাম, আমরা তো এরপে দেখি নাই, শনি নাই। নরেন্দ্ৰ—আপনি বোধ হয় ততো মিশতেন না। এমন দেখেছি যে, খারাপ লোকে নাম ধরে ডাকে ; কখন আলাপ করেছে কে জানে। মাল্টার—কি আশচয*! নরেন্দ্ৰ—আমি জানি, অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কতৃপক্ষীয়েরা ও ছেলেদের অভিভাবকেরা এ সব বিষয় দেখেন ত ভাল হয়। [श्रेथ्बब्रकथाहे कथा-“आज्रान१ बा बिङानौथ ज्रना९ बाक९ बिभद्भaथ”] এইরুপ কথাবাতা চলিতেছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাঁহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন, “কি গো, তোমাদের কি কথা হচ্ছে?” নরেন্দ্র বলিলেন, “এর সঙ্গে স্কুলের কথাবাতা হচ্ছিলো। ছেলেদের চরিত্র ভাল থাকে না।” ঠাকুর একটা ঐ সকল কথা শুনিয়া মাস্টারকে গভীর ভাবে বলিতেছেন—“এ সব কথাবাতা ভাল নয়। ঈশ্বরের কথা বই অন্য কথা ভাল নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বন্ধি হয়েছে, তোমার এ সব কথা তুলতে দেওয়া উচিত ছিল না।” (নরেন্দ্রের বয়স তখন ১৯ ॥২o ; মাল্টারের ২৭ ॥২৮)। মাস্টার অপ্রস্তুত। নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহা আনন্দ। নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেজেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গলপ করিতেছেম। আনন্দের হাট বসিয়াছে। কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন, “চিদাকাশে হলো পণ প্রেমচন্দ্রোদয় হে’ এই গানটি একবার গা না।” নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন— চিদাকাশে হলো পাশ প্রেমচন্দ্রোদয় হে। উথলিল প্রেমসিন্ধর কি আনন্দময় হে। (জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়) চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল, ' ভক্তসঙ্গে ভক্তসখা লীলারসময় হে। (জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়) সবগের দয়ার খলি, আনন্দ-লহরী তুলি; নববিধান বসন্ত সমীরণ বয়, ফটে তাহে মন্দ মন্দ লীলারস প্রেমগন্ধ,