পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sట్ర0 ♚♚ब्राजकूककधाबड-दश उमन [ s४४8, >sथे अटक्केबद्भ শ্রীরামকৃষ্ণ—ভক্তিই একমাত্র সার-ঈশ্বরে ভক্তি ! তারা কি ভক্তি খোঁজে ? তা হলে ভাল। ভগবান লাভ ষদি উদ্দেশ্য হয় তা হলেই ভাল। চন্দ্রলোক, সযলোক, নক্ষত্ৰলোক, মহাত্ম্য এই নিয়ে কেবল থাকলে ঈশ্বরকে খোঁজা হয় না। তাঁর পাদপদ্মে ভক্তি হবার জন্য সাধন করা চাই, ব্যাকুল হয়ে ডাকা চাই । নানা জিনিস থেকে মন কুড়িয়ে এনে তাঁতে লাগাতে হয়। এই বলিয়া ঠাকুর রামপ্রসাদের গান ধরিলেন— अन कब्र कि ऊङ्घ डाँ८ब्र zबन छेन्ञख ज्राँबाब्र घ८ब्र । সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। “আর শাস্ত্র বল, দশন বল, বেদান্ত বল—কিছুতেই তিনি নাই। তাঁর জন্য প্রাণ ব্যাকুল না হলে কিছ হবে না। “ষড়দর্শনে না পায় দরশন আগম নিগম তন্ত্রসারে। সে যে ভক্তিরসের রসিক সদানন্দে বিরাজ করে পরে। “খবে ব্যাকুল হতে হয়। একটা গান শোন— “রাধার দেখা কি পায় সকলে, [৯২ পৃষ্ঠা [अबठाब्रब्राe नाथन कट्ब्रन-ट्लाक निभाथ*-नाथन, डटब श्रेथ्वब्र नभनि] “সাধনের খুব দরকার, ফস করে কি আর ঈশ্বর দর্শন হয় ? “একজন জিজ্ঞাসা করলে, কৈ ঈশ্বরকে দেখতে পাই না কেন ? তা মনে উঠলো, বললুম বড়মাছ ধরবে, তার আয়োজন কর। চারা (চার) কর। হাতসতো, ছিপ যোগাড় কর। গন্ধ পেয়ে গভীর জল থেকে মাছ আসবে। জল নড়লে টের পাবে, বড় মাছ এসেছে। “মাখন খেতে ইচ্ছা। তা দধে আছে মাখন, দুধে আছে মাখন,—করলে কি হবে ? খাটতে হয় তবে মাখন উঠে। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, বললে কি ঈশ্বরকে দেখা যায় ? সাধন চাই। “ভগবতী নিজে—পশ্চমণ্ডীর উপর বসে কঠোর তপস্যা করেছিলেন— লোকশিক্ষার জন্য। শ্ৰীকৃষ্ণ সাক্ষাৎ পণেরহ্ম, তিনিও রাধাযন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন। [ब्राबाहे आकार्यात वा अर्काउ-ऋग्रव ७ अर्काउ, द्वत्र ७ गिढ अन्र्ख्न] “শ্ৰীকৃষ্ণ পরম, রাধা প্রকৃতি, চিচ্ছত্তি—আদ্যশক্তি। রাধা প্রকৃতি, ত্ৰিগণময়াঁ! এর ভিতরে সত্ত্ব, রজঃ, তমঃ তিনগণ। যেমন পেয়াজ ছাড়িয়ে যাও, প্রথমে লাল কালোর আমেজ, তার পর লাল, তার পর সাদা বেরতে থাকে।