পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कचिरणभ्बन्न-अॉन्चद्दन्न-निधित्व दृवनाण्डवानौण टाङ्गीछ नटण्ण S&సె বৈষ্ণবশাস্ত্রে আছে, কামরাধা, প্রেমরাধা, নিত্যরাখাJ কামরাধা চন্দ্রাবলী; প্রেমরাধা শ্রীমতী ; নিত্যরাধা নন্দ দেখেছিলেন—গোপাল কোলে। • . “এই চিচ্ছত্তি আর বেদান্তের ব্রহ্ম (পরেষে) অভেদ। যেমন জল আর তার হিমশক্তি। জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয় ; আবার জলকে ভাবলেই জলের হিমশক্তি ভাবনা এসে পড়ে। সাপ আর সাপের তীযকগতি। তীৰ্ষক গতি ভাবলেই সাপকে ভাবতে হবে। ব্ৰহ্ম বলি কখন ? যখন নিক্ৰিয় বা কাযে নিলিপ্ত। পরেষে যখন কাপড় পরে, তখন সেই পরিষেই থাকে। ছিলে দিগম্বর হলে সাম্পযর–আবার হবে দিগম্বর। সাপের ভিতর বিষ আছে, সাপের কিছু হয় না। যাকে কামড়াবে, তার পক্ষে বিষ। ব্ৰহ্ম নিজে নিলি"ত। “নামরপে যেখানে, সেইখানেই প্রকৃতির ঐশ্বয’। সীতা হনুমানকে বলেছিলেন, বৎস! আমিই একরাপে রাম, একরাপে সীতা হয়ে আছি; একরাপে ইন্দ্র, একরাপে ইন্দ্রাণী—একরাপে ব্ৰহ্মা, একরাপে ব্ৰহ্মাণী—একরাপে রুদ্র, একরাপে রুদ্রাণী—হয়ে আছি !—নামরুপ যা আছে সব চিচ্ছত্তির ঐশ্বৰষ । চিচ্ছত্তির ঐশ্বয সমস্তই ; এমন কি ধ্যান, ধ্যাতা পর্যন্ত। আমি ধ্যান কচ্চি, যতক্ষণ বোধ ততক্ষণ তাঁরই এলাকায় আছি। (মাস্টারের প্রতি)—এইগুলি ধারণা কর। বেদ পরাণ শুনতে হয়, তিনি যা বলেছেন করতে হয়। (পণ্ডিতের প্রতি)—“মাঝে মাঝে সাধনসঙ্গ ভাল। রোগ মানুষের লেগেই আছে। সাধুসঙ্গে অনেক উপশম হয়। [ ट्वमान्ङबाशौचट्क निचग-नाशनथ्ग कब्र ; आभान्न कफे नग्न ; मानङाब,] “আমি ও আমার। এর নামই ঠিক জ্ঞান–হে ঈশ্বর! তুমিই সব করছ, আর তুমিই আমার আপনার লোক। আর তোমার এই সমস্ত ঘর বাড়ী, পরিবার, আত্মীয়, বন্ধ, সমস্ত জগৎ । সব তোমার r আর আমি সব করছি ; আমি কত্তা। আমার ঘর, বাড়ী, পরিবার, ছেলেপলে বন্ধ বিষয়—এ সব অজ্ঞান । “গর শিষ্যকে একথা বঝোচ্ছিলেন। ঈশ্বর তোমার আপনার, আর কেউ আপনার নয়। শিষ্য বললে, ‘আজ্ঞা, মা পরিবার এরা ত খুব যত্ন করেন ; না দেখলে অন্ধকার দেখেন, কত ভালবাসেন। গরে বললেন, ও তোমার মনের ভুল। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, কেউ তোমার নয়। এই ঔষধ বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও। তুমি বাড়ীতে গিয়ে খেয়ে শয়ে থেকো। লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে। কিন্তু তোমার সব বাহ্যজ্ঞান থাকবে, তুমি দেখতে শুনতে সব পাবে ;–আমি সেই সময় গিয়ে পড়বো।’ “শিষ্যটি তাই করলে। বাটীতে গিয়ে বড়ি কটি খেলে; খেয়ে অচৈতন্য হয়ে পড়ে রহিল। মা, পরিবার বাড়ীর সকলে, কান্নাকাটি আরম্ভ করলে। এমন সময় গর কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত শনে বললেন, ২য়—১১