পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ छैठौब्रामकृककथाबाङ-३न्न छन [४४४8, ssझै अल्बाबन्न আচ্ছা এর ঔষধ আছে—আকার বেচে উঠৰে। তবে একটি কথা আছে! এই ঔষধটি আগে একজন আপনার লোকের খেতে হবে, তারপর ওকে দেওয়া যাবে! যে আপনার লোক ঐ বড়িটি খাবে, তার কিন্তু মৃত্যু হবে। তা এখানে ওঁর মা কি পরিবার এরা ত সব আছেন, একজন না একজন কেউ খাবেন, সন্দেহ নাই। তা হলেই ছেলেটি বেচে উঠবে। “শিষ্য সমস্ত শনছে! কবিরাজ আগে মাকে ডাকলেন। মা কাতর হয়ে ধলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। কবিরাজ বললেন, মা! আর কাঁদতে হবে না। তুমি এই ঔষধটি খাও, তা হলেই ছেলেটি বেচে উঠবে। তবে তোমার এতে মৃত্যু হবে। মা ঔষধ হাতে ভাবতে লাগলেন। অনেক ভেবে চিতে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার আর কটি ছেলে মেয়ে আছে, আমি গেলে কি হবে, এও ভাবছি। কে তাদের দেখবে, খাওয়াবে, তাদের জন্য ভাবছি। পরিবারকে ডেকে তখন ঔষধ দেওয়া হ’ল—পরিবারও খাব কাঁদছিলেন, ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন। শনলেন যে ঔষধ খেলে মরতে হবে। তখন কে’দে বলতে লাগলেন, ওগো, ওঁর যা হবার, তা ত হয়েছে গো ; আমার অপগণ্ডগলির এখন কি হবে বল? কে ওদের বাঁচাবে? আমি কেমন করে ও ঔষধ খাই ? শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে। সে বাঝলে যে, কেউ কার্য নয়। ধড়মড় করে উঠে গরের সঙ্গে চলে গেল। গর বললেন, তোমার আপনার কেবল একজন—ঈশ্বর। "তাই তাঁর পাদপমে যাতে ভক্তি হয়—যাতে তিনিই আমার বলে ভালবাসা হয়-তাই করাই ভাল। সংসার দেখছো, দদিনের জন্য। আর এতে কিছই নাই।” t [গহস্থ সৰত্যাগ পারে না—জ্ঞান অন্তঃপরে যায় না-ভক্তি যেতে পারে] পণ্ডিত (সহস্যে)-আজ্ঞে, এখানে এলে সেদিন পর্ণ বৈরাগ্য হয়। ইচ্ছা করে—সংসার ত্যাগ করে চলে যাই। শ্রীরামকৃষ্ণ-না, ত্যাগ করতে হবে কেন? আপনারা মনে ত্যাগ কর। সংসারে অনাসক্ত হয়ে থাক। “গারেন্দ্র এখানে মাঝে মাঝে এসে থাকবে বলে একটা বিছানা এনে রেখেছিল। দ এক দিন এসেও ছিল, তারপর তার পরিবার বলেছে, দিনের বেলা যেখানে ইচ্ছা সেখানে যাও, রাত্রে বাড়ী থেকে বেরিয়ে যাওয়া হবে না। তখন সরেন্দ্র আর কি করে? আর রাত্রে থাকবার যো নাই! “আর দেখ শুধ বিচার কললে কি হবে? তাঁর জন্য ব্যাকুল হও, তাঁকে ভালবাসতে শেখ। জ্ঞান-বিচার-পরষ মানুষ, বাড়ীর বারবাড়ী পর্যন্ত যায়। ভক্তি-মেয়ে মানুষ অতঃপর পর্যন্ত যায়। "একটা কোন রকম ভাব আশ্রয় করতে হয়। তবে ঈশ্বর লাভ হয়।