পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর-মন্দিরে—নরেন্দ্রদিকে উপদেশ ঘাণে যোগীবন্দ যোগানন্দে মত্ত হয় হে। (জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়) ভবাসন্ধজলে, বিধান-কমলে, আনন্দময়ী বিরাজে, আবেশে আকুল, ভক্ত অলিকুল, পিয়ে সধা তার মাঝে। দেখ দেখ মায়ের প্রসন্ন বদন চিত্ত বিনোদন ভুবন-মোহন পদতলে দলে দলে সাধকগণ, নাচে গায় তারা হইয়ে মগন ; কিবা অপরাপ আহা মরি মরি, জড়াইল প্রাণ দরশন করি প্রেমদাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয়৷ , কীৰ্ত্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নত্য করিতেছেন। ভক্তেরাও তাঁহাকে বেড়িয়া নত্য করিতেছেন। কীৰ্ত্তনাতে ঠাকুর উত্তর পবে বারান্দায় বেড়াইতেছেন। হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন। ঠাকুর সেখানে গিয়া বসিলেন; মাস্টার সেখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন—“তুমি স্বপন-টপন দেখ ?” ভক্ত--একটি আশ্চর্য স্বপন দেখেছি; এই জগৎ জলে জল। অনুন্ত জলরাশি! কয়েকখানা নৌকা ভাসিতেছিল; হঠাৎ জলোচ্ছাসে ডুবে গেল। আমি আর কয়টি লোক জাহাজে উঠেছি; এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়া একটি ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটা হেসে বললেন—এখানে কোন,কট নাই; জলের নীচে বরাবর সাঁকো আছে। জিজ্ঞাসা করলাম-আপনি কোথায় যাচ্ছেন ? তিনি বললেন—ভবানীপুর যাচ্ছি। আমি বললাম—একট দাঁড়ান ; আমিও আপনার সঙ্গে যাব।’ _ শ্রীরামকৃষ্ণ—আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে! ভক্ত—ব্রাহ্মণটি বললেন, আমার এখন তাড়াতাড়ি; তোমার নামতে দেরি! এখন আসি। এই পথ দেখে রাখ, তুমি তার পর এসো।’ শ্রীরামকৃষ্ণ—আমার রোমাণ9 হচ্ছে! তুমি শীঘ্র মন্ত্র লও। রাত এগারটা হইয়াছে। নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেজেতে বিছানা করিয়া শয়ন করিলেন। নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে, প্রভাত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর, ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন। কখন গঙ্গাদশন, কখনও ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম কখনও বা মধরে সবরে নাম কীৰ্ত্তন। কখনও বলিতেছেন, বেদ, পরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী—ভাগবত, ভক্ত, ভগবান। গীতা উদ্দেশ করিয়া অনেকবার वळ्निाउद्दछ्न-ऊाशौ ङाशौ ङाशौ ङाशौ । कथनG वा--"कृञिहे द्वन्ना, छूमिहें