পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৮ . कैटैौब्राबङ्गककथाबड-३ग्न छान [ ১৮৮৪, ১১ই অক্টোবর “অধ্যাষ্মে আছে, লক্ষণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম! তুমি কত ভাবে কত রূপে থাক, কিরাপে তোমার চিন্তে পারবো? রাম বললেন ভাই! একটা কথা জেনে রাখ, যেখানে উক্তিবতা (উজিতা) ভক্তি, সেখানে নিশ্চয়ই আমি আছি। উবিতা "(উজিতা) ভক্তিতে হাসে কাঁদে নাচে গায়! যদি কার্য এরপে ভক্তি হয়, নিশ্চয় জেনো, ঈশ্বর স্বয়ং বর্তমান। চৈতন্যদেবের ঐরাপ হয়েছিল।” ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন। দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন। কেহ ভাবিতেছেন, ঠাকুর বলিতেছেন, ‘প্রেমে হাসে কাঁদে নাচে গায় ; এ তো শধ্যে চৈতন্যদেবের অবস্থা নয়, ঠাকুরের তো এই অবস্থা। তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান ? ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে! নিবত্তিমাগের কথা। ঈশানকে যাহা মেঘগম্ভীরস্বরে বলিতেছেন—সেই কথা চলিতেছে। [अॅथान ८थानाभटन इ८ठ नाबथान-वॆीब्राभकूक ७ छश८ङब्र छेनकाब्र ] শ্রীরামকৃষ্ণ (ঈশানের প্রতি)—তুমি খোসামদের কথায় ভুলো না। বিষয়ী লোক দেখলেই খোসামদে এসে জটে ! “মরা গরম একটা পেলে যত শকুনি সেখানে এসে পড়ে। [ नरनाब्रौब्र भिचका कभ“काभ्फ-जबङिागौब्र थिचका, ट्कबल ब्रेथ्बळब्रब्र नाननन्ञ किन्ङा ] “বিষয়ী লোকগুলোর পদার্থ নাই। যেন গোবরের ঝোড়া! খোসামদেরা এসে বলবে, আপনি দানী, জ্ঞানী, ধ্যানী। বলা ত নয় অমনি—বশি! ও কি! কতকগুলো সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা, আর তাদের খোসামোদ শোনা ! “সংসারী লোকগুলো তিনজনের দাস, তাদের কি পদার্থ থাকে? মেগের দাস, টাকার দাস, মনিবের দাস। একজনের নাম করবো না। আটশো টাকা মাইনে কিন্তু মেগের দাস, উঠতে বললে উঠে, বসতে বললে বসে ! “আর সালিসী, মোড়লী, এ সব কাজ কি ? দয়া, পরোপকার?—এ সব তো অনেক হলো ! ও সব যারা করবে তাদের থাক আলাদা। তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দিবার সময় হয়েছে। তাঁকে পেলে সব পাওয়া যায়। আগে তিনি, তারপর দয়া, পরোপকার, জগতের উপকার, জীব উদ্ধার। তোমার ও ভাবনায় কাজ কি ?, o “লণ্ডকায় রাবণ মালো বেহলো কে’দে আকুল হলো। “তাই হয়েছে তোমার। একজন সবত্যাগী তোমায় বলে দেয়, এই এই করো তবে বেশ হয়! সংসারী লোকের পরামশে ঠিক হবে না । তা, ব্রাহ্মণश्री-७उदै झुप्लेन आव्र शिनिक्कै झणेन ।