পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

गक्रिएनथ्चङ्ग-अन्नङ्ग-काजौच्छा बहानथाल्न छलनानद्वन्न छैोब्रामकृक्ष $816 এলায়ে চাঁচর চিকুর পাশ, সরাসরি মাঝে না করে রাস, অট্টহাসে দানব নাশে, রণ প্রকাশে রঙ্গিণী॥ কিবা শোভা করে শ্রমজ বিন্দ ঘনতন ঘেরি কুমন্দবন্ধ, অমিয় সিন্ধ হেরিয়া ইন্দ, মলিন এ কোন মোহিনী ॥ এ কি অসম্ভব ভব পরাভব, পদতলে শবসদৃশ নীরব, কমলাকান্ত কর অনুভব, কে বটে ও গজগামিনী ॥ (२)-८क ब्रट्न ७८नटष्ट्र बाधा नौब्रमबङ्गणौ । শোণিত সায়রে ভাসে যেন নীল নলিনী ॥ ইত্যাদি— ঠাকুর প্রেমানন্দে নাচিতেছেন। নাচিতে নাচিতে গান ধরিলেন— মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে! [২২ পৃষ্ঠা গান ও নত্য সমাপ্ত হইল। ভক্তেরা আবার সকলে মেজেতে বসিয়াছেন। ঠাকুরও ছোট খাটটিতে বসিলেন। মাস্টারকে বলিতেছেন,—তুমি এলে না, চণ্ডীর গান কেমন হোলো। फूठौन्न अब्रिटऋन কালীপজা রাত্রে সমাধিস্থ—সাঙ্গোপাঙ্গ সম্পৰথে দৈববাণী ভক্তেরা কেহ কেহ কালীমন্দিরে ঠাকুর দশন করিতে গমন করিলেন। কেহ বা দশন করিয়া একাকী গঙ্গাতীরে বাঁধাঘাটের উপর বসিয়া নিজনে নিঃশব্দে নাম জপ করিতেছেন। রাত্রি প্রায় ১১টা। মহানিশা। জোয়ার সবে আসিয়াছে— ভাগীরথী উত্তরবাহিনী। তীরস্থ দীপালোকে এক একবার কালো জল দেখা যাইতেছে। রামলাল পজাপদ্ধতি নামক পথি হতে মায়ের মন্দিরে একবার আসিলেন। পুথিখানি মন্দিরমধ্যে রাখিয়া দিবেন। মণি মাকে সতৃষ্ণ নয়নে দশন করিতেছেন দেখিয়া রামলাল বলিলেন, ভিতরে আসবেন কি? মণি অন্যগহীত হইয়া ভিতরে প্রবেশ করিলেন। দেখিলেন, মা বেশ সাজিয়াছেন। ঘর আলোকাকীর্ণ। মার সম্মুখে দই সেজ ; উপরে ঝাড় ঝুলিতেছে। মন্দিরতল নৈবেদ্যে পরিপণ। মার পাদপমে জবাবিব। নানাবিধ পাপ মালায় বেশকারী মাকে সাজাইয়াছেন। মণি দেখিলেন, সম্মুখে চামর ঝুলিতেছে। হঠাৎ মনে পড়িল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই চামর লইয়া ঠাকুরকে কত ব্যজন করেন! তখন তিনি সঙ্কুচিতভাবে রামলালকে বলিতেছেন, এই চামরটি একবার নিতে পারি? রামলাল অনুমতি প্রদান করিলেন; তিনি মাকে ব্যজন করিতে লাগিলেন। তখনও পজা আরম্ভ হয় নাই। o যে সকল ভক্তেরা বাহিরে গিয়াছিলেন, তাঁহারা আবার ঠাকুর রামকৃষ্ণের ঘরে আসিয়া মিলিত হইলেন।