পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৬ टैंोप्लेब्राबकृककथाबुङ–२ब्र छाण [ ১৮৮৪, ১৮ই অক্টোবর শ্ৰীষন্তে বেণী পাল নিমন্ত্রণ করিয়াছেন। আগামীকল্য সিখি ব্রাহ্মসমাজে যাইতে হইবে। ঠাকুরের নিমন্মণ। নিমন্ত্রণ পত্রে কিন্তু তারিখ ভুল হইয়াছে। শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—বেণী পাল নিমন্ত্রণ করেছে। তবে এ রকম লিখলে কেন বল দেখি ? মাস্টার—আজ্ঞে, লেখাটা ঠিক হয় নাই। তবে অত ভেবে চিন্তে লেখেন নাই। ঘরের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া, ৰাবরাম কাছে দাঁড়াইয়া। ঠাকুর বেণী পালের চিঠির কথা কহিতেছেন। বাবরামকে পশ করিয়া দাঁড়াইয়া আছেন। श्ठा९ जभाविन्ध ! ভক্তেরা সকলে তাঁহাকে ঘেরিয়া দাঁড়াইয়াছেন। এই সমাধিস্থ মহাপর্ষকে অবাক হইয়া দেখিতেছেন। ঠাকুর সমাধিস্থ; বাম পা বাড়াইয়া দাঁড়াইয়া আছেন—গ্রীবাদেশ ঈষৎ আকুশ্চিত। বাবরামের গ্রীবার পশ্চাদ্দেশে কানের কাছে হাতটি রহিয়াছে। কিয়ৎক্ষণ পরে সমাধিভঙ্গ হইল। তখনও দাঁড়াইয়া। এইবার গালে হাত দিয়া যেন কত চিন্তিত হইয়া দাঁড়াইলেন। ঈষৎ হাস্য করিয়া এইবার ভক্তদের সম্বোধন করিয়া বলিতেছেন— শ্রীরামকৃষ্ণ—সব দেখলাম—কার কত দরে এগিয়েছে। রাখাল, ইনি (মণি), সমরেন্দ্র, বাবরাম, অনেককে দেখলাম। হাজরা—এখানকার ? হাজরা—নরেন্দ্রকে দেখলেন ? শ্রীরামকৃষ্ণ—দেখি নাই, কিন্তু এখনও বলতে পারি—একটা জড়িয়ে পড়েছে; কিন্তু সবাইয়ের হয়ে যাবে দেখলাম। (মণির দিকে তাকাইয়া)—সব দেখলাম ঘপেটি মেরে রয়েছে! ভক্তেরা অবাক, দৈববাণীর ন্যায় অদ্ভুত সংবাদ শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ–কিন্তু একে (বাবরামকে) ছয়ে ওরপে হ’লো! হাজরা—ফার্ট (First) কে ? ঠাকুর গ্রীরামকৃষ্ণ চুপ করিয়া রাঁহলেন। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন— “নিত্যগোপালের মত গোটাকতক হয়!” -டு: আবার চিন্তা করিতেছেন। এখনও সেইভাবে দাঁড়াইয়া আছেন। আবার বলিতেছেন—“অধর সেন—যদি কামকাজ কমে-কিন্তু ভয় হয়— সাহেব। আবার বকবে। যদি বলে, এ ক্যা হ্যায় ” (সকলের ঈষৎ হাস্য) ।