পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> げ0 শ্রীশ্রীরামকৃষ্ণকথামত—২য় জাগ [ ১৮৮৪, ২০শে অক্টোবর চেতন সমাধি ও জড় সমাধি নারদ শুকদেব এদের চেতন সমাধি। কেমন ੀ ? পণ্ডিতজী—আজ্ঞা, হাঁ! শ্রীরামকৃষ্ণ—আর জী, উলমনা সমাধি আর সিথত সমাধি ; কেমন জনী ? পণ্ডিতজী চুপ করিয়া রহিলেন ; কোন কথা কহিলেন না। শ্রীরামকৃষ্ণ—আচ্ছা জী, জপ তপ করলে তো সিন্ধাই হতে পারে—যেমন গঙ্গার উপর দিয়ে হেটে যাওয়া ? পণ্ডিতজী—আজ্ঞে তা হয়, ভক্ত কিন্তু তা চায় না। আর কিছু কথাবাত্তার পর পণ্ডিতজী বলিলেন, একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দশন করতে যাব। শ্রীরামকৃষ্ণ—আহা, তোমার ছেলেটি বেশ। পণ্ডিতজী—আর মহারাজ ! নদীর এক ঢেউ যাচ্ছে, আর এক ঢেউ আসছে। সবই অনিত্য। শ্রীরামকৃষ্ণ—তোমার ভিতরে সার আছে। পণ্ডিতজী কিয়ৎক্ষণ পরে প্রণাম করিলেন ; বলিলেন, পাজা করতে তা হ’লে যাই। у শ্রীরামকৃষ্ণ—আরে বৈঠো, বৈঠো! পন্ডিতজী আবার বসিলেন। ঠাকুর হঠযোগের কথা পাড়িলেন। পণ্ডিতজী হিন্দিতে ঠাকুরের সহিত ঐ সম্বন্ধে আলাপ করিতেছেন। ঠাকুর বলিলেন, হাঁ ও এক রকম তপস্যা বটে, কিন্তু হঠযোগী দেহাভিমানী স্বাধন-কেবল দেহের দিকে মন। পণ্ডিতজী আবার বিদায় গ্রহণ করিলেন। পজা করিতে যাইবেন। ঠাকুর পণ্ডিতজীর পত্রের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ-কিছ ন্যায়, বেদান্ত, আর দশন পড়লে শ্ৰীমদ্ভাগবত বেশ । বোঝা যায়। কেমন ? পত্র—হাঁ, মহারাজ ! সাংখ্যদর্শন পড়া বড় দরকার। এইরুপ কথা মাঝে মাঝে চলিতে লাগিল। ঠাকুর তাকিয়ায় একট হেলান দিয়া শুইলেন। পণ্ডিতজীর পত্র ও ভক্ত কয়টি মেজেতে উপবিট। ঠাকুর শইয়া শুইয়া গান ধরিলেন-- शब्रिट्ष जात्रिा ब्रह ८ब्र छाहे, তেরা বনত বনত বনি যাই, তেরা বিগড়ী বাত বনি যাই। অঙ্কা তারে বঙ্কা তারে, তারে সজেন কশাই শগো পড়ায়কে গণিকা তারে, তারে মীরাবাঈ।