পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बिज्रीब्र अब्रिटऋम खबङान्न कि ७थन बाहे ? গৃহস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি মারোয়াড়ী ভক্ত, ঠাকুরকে বড় ভক্তি করেন। পণ্ডিতজীর ছেলেটি বসিয়া আছেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, “পাণিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয় ?” মাল্টার—আজ্ঞে, পাণিনি ? শ্রীরামকৃষ্ণ—হ্যাঁ, আর ন্যায়, বেদান্ত এসব পড়া হয় ? গহস্বামী ওসব কথায় সায় না দিয়া জিজ্ঞাসা করিতেছেন। গহস্বামী—মহারাজ, উপায় কি ? শ্রীরামকৃষ্ণ—তাঁর নামগুণকীৰ্ত্তন। সাধনসঙ্গ। তাঁকে ব্যাকুল হয়ে প্রাথনা। g গহস্বামী—আজ্ঞে, এই আশীবাদ করন, যাতে সংসারে মন কমে যায়। শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—কত আছে ? আট আনা ? (হাস্য)। গহস্বামী—আজ্ঞে, তা আপনি জানেন। মহাত্মার দয়া না হ’লে কিছর হবে না। শ্রীরামকৃষ্ণ—সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুটি হবে। মহাত্মার হৃদয়ে তিনিই আছেন তো। இ. গহস্বামী—তাঁকে পেলে তো কথাই খুকে না। তাঁকে যদি কেউ পায়, তবে সব ছাড়ে। টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয়। শ্রীরামকৃষ্ণ—কিছু সাধন দরকার করে। সাধন করতে করতে ক্ৰমে আনন্দ লাভ হয়। মাটির অনেক নাঁচে যদি কলসী করা ধন থাকে, আর যদি কেউ সেই ধন চায়, তাহলে পরিশ্রম করে খড়ে যেতে হয়। মাথা দিয়ে ঘাম পড়ে, কিন্তু অনেক খোঁড়ার পর কলসীর গায়ে যখন কোদাল লেগে ঠং ক'রে উঠে, তখনই আনন্দ হয়। যত ঠং ঠং করবে ততই আনন্দ। রামকে ডেকে যাও; তাঁর চিন্তা কর। রামই সব যোগাড় করে দিবেন। গহস্বামী—মহারাজ, আপনিই রাম। শ্রীরামকৃষ্ণ—সে কি, নদীরই হিল্লোল, হিল্লোলের কি নদী ? গহস্বামী—মহাত্মাদের ভিতরেই রাম আঁছেন। রামকে তো দেখা যায় না। আর এখন অবতার নাই। - ॐीज्ञाभकृझ (नशाट्ना)-८कधन कटब्र छानट्ज, ज्रबङाब्र नाई? গহস্বামী চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ—অবতারকে সকলে চিনতে পারে না। নারদ যখন রামচন্দ্রকে