পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बफ़वाजान्न इदेटङ ब्राजणरष-नाचार्यवत्वारूिबादृष > げ○ শ্রীরামকৃষ্ণের সমাধিভঙ্গ হইয়াছে। মহানন্দে মারোয়াড়ী ভক্তেরা সিংহাসনপথ বিগ্রহকে ঘরের বাহিরে লইয়া যাইতেছেন, ঠাকুরওঁ সঙ্গে সঙ্গে যাইতেছেন। ভোগ হইল। ভোগের সময় মারোয়াড়ী ভক্তেরা কাপড়ের আড়াল করিল্পেন। ভোগান্তে আরতি ও গান হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে চামর ব্যজন করিতেছেন। এইবার ব্রাহ্মণ ভোজন হইতেছে। ঐ ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে এই সকল কায নিম্পন্ন হইতে লাগিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মারোয়াড়ীরা খাইতে অনুরোধ করিলেন। ঠাকুর বসিলেন, ভক্তেরাও প্রসাদ পাইলেন। [বড়ৰীজার হইতে রাজপথে—দেওয়ালি দশ্যমধ্যে] ঠাকুর বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইয়াছে। আবার রাস্তায় বড় ভিড়। ঠাকুর বলিলেন, “আমরা না হয় গাড়ী থেকে নামি ; গাড়ী পেছন দিয়ে ঘরে যাক।” রাস্তা দিয়া একটা যাইতে যাইতে ঠাকুর দেখিলেন, পানওয়ালারা গতের ন্যায় একটি ঘরের সামনে দোকান খালিয়া বসিয়া আছে। সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নীচু করিয়া প্রবেশ করিতে হয়। ঠাকুর বলিতেছেন, কি কট, এইটুকুর ভিতরে বন্ধ হয়ে থাকে! সংসারীদের কি স্বভাব ! ঐতেই আবার আনন্দময় ! গাড়ী ঘুরিয়া কাছে আসিল । ঠাকুর আবার গাড়ীতে উঠিলেন। ভিতরে ঠাকুরের সঙ্গে বাবরাম, মাস্টার, রাম চাটায্যে। ছোট গোপাল গাড়ীর ছাদে বসিলেন। একজন ভিখারিণী, ছেলে কোলে, গাড়ীর সম্মখে আসিয়া ভিক্ষা চাহিল। ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিলেন, কি গো পয়সা আছে ? গোপাল পয়সা দিলেন। மும் • বড়ৰাজার দিয়া গাড়ী চলিতেছে। দেওয়ালির ভারী ধমে। অন্ধকার রাত্রি কিন্তু আলোয় আলোকময়। বড়বাজারের গলি হইতে গাড়ী চিৎপর রোডে পড়িল। সে পথানেও আলোবটি ও পিপীলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ। লোকে হাঁ করিয়া দই পাশেবর সসজিত বিপণিশ্রেণী দশন করিতেছিল। কোথাও বা মিটানের দোকান, পারসিথত নানাবিধ মিস্টান্নে সশোভিত। কোথাও বা আতর গোলাপের দোকান, নানাবিধ সন্দর চিত্রে সশোভিত। দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপপাশ হস্তে করিয়া দশকবন্দের গায়ে গোলাপজল বর্ষণ করিতেছিল। গাড়ী একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল। ঠাকুর পঞ্চমবষীয় বালকের ন্যায় ছবি ও রোসনাই দেখিয়া আহমাদ প্রকাশ করিতেছেন। চতুদিকে কোলাহল । ঠাকুর উচ্চৈঃস্বরে কহিতেছেন—আরো এগিয়ে দেখ, আরো এগিয়ে! ও বলিতে