পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ tf8 3ढ़ीब्रामकृक्कथामाउ-२ब आग t s४४8, २oप्ण अङ्गोवत्र বলিতে হাসিতেছেন। বাবরামকে উচ্চহাস্য করিয়া বলিতেছেন, ওরে এগিয়ে পড়না, কি করছিস ? so [‘७शिद्वग्न नफू'-éीब्राश्रङ्कटकब्र नछम्र कब्रबाब्र ह्या नाहे ] ভক্তেরা হাসিতে লাগিলেন ; বঝিলেন, ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের দিকে এগিয়ে পড়, নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না। ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল, এগিয়ে পড়। কাঠুরিয়া এগিয়ে ক্ৰমে ক্ৰমে দেখে, চন্দনগাছের বন ; আবার কিছুদিন পরে এগিয়ে দেখে, রপার খনি ; আবার এগিয়ে দেখে, সোনার খনি ; শেষে দেখে হীরা মাণিক ! তুই ঠাকুর বার বার বলিতেছেন এগিয়ে পড়, এগিয়ে পড়। গাড়ী চলিতে লাগিল। মাস্টার কাপড় কিনিয়াছেন, ঠাকুর দেখিয়াছেন। দইখানি তেলধতি ও দইখানি ধোয়া। ঠাকুর কিন্তু কেবল তেলধতি কিনিতে বলিয়াছিলেন। ঠাকুর বলিলেন, তেলধতি দুখানি সঙ্গে দাও, বরং ও কাপড়গুলি এখন নিয়ে যাও, তোমার কাছে রেখে দেবে। একখানা বরং দিও। মাস্টার—আজ্ঞা, একখানা ফিরিয়ে নিয়ে যাব ? শ্রীরামকৃষ্ণ—না হয় এখন থাক, দইখানাই নিয়ে যাও। মাল্টার—যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ-আবার যখন দরকার হবে, তখন এনে দেবে। দেখ না, কাল বেণী পাল রামলালের জন্য গাড়ীতে খাবার দিতে এসেছিল। আমি বললাম, আমার সঙ্গে কোন জিনিস দিও না। সঞ্চয় করবার যো নাই। 繆 মমটার—আজ্ঞা হাঁ, তার আর কি। এ সাদা দখোনা এখন ফিরিয়ে নিয়ে যাবো । (\ শ্রীরামকৃষ্ণ (সস্নেহে)—আমার মনে একটা কিছর হওয়া তোমাদের ভাল না। —এ তো আপনার কথা, যখন দরকার হবে, বোলবো। মাস্টার (বিনীতভাবে)—যে আজ্ঞা। d গাড়ী একটি দোকানের সামনে আসিয়া পড়িল, সেখানে কলকে বিক্ৰী হইতেছে। শ্রীরামকৃষ্ণ রাম চাটয্যেকে বলিলেন, রাম, এক পয়সার কলকে কিনে লও না ! ঠাকুর একটি ভক্তের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ-আমি তাকে বললাম কাল বড়বাজারে যাব, তুই যাস। তা বলে কি জান ? আবার ট্রামের চার পয়সা ভাড়া* লাগবে ; কে যায়। বেণী পালের বাগানে কাল গিছলো, সেখানে আবার আচাৰ্যগিরি কল্পে। কেউ

  • তখন ট্রামের ভাড়া এক আনা।