পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कचिरपथ्वब्र-अग्निद्र-नकवल्लेौमध्ण ♚ीतामङ्गळू नाव“न नटण्ण ఏషి & [नब ब्रकञ टजाटकब्र छन। टैंग्रोब्राअङ्कटकब्र नानाङ्गकअ स्नाब ७ अंबन्धा'} • কেদার (অতি বিনীতভাবে)—তাদের জিনিস কি খাবো? শ্রীরামকৃষ্ণ—যদি ঈশ্বরে ভক্তি করে দেয়, তা হলে দোষ নাই। কামনা করে দিলে সে জিনিস ভাল নয়। কেদার—আমি তাদের বলেছি, আমি নিশিচন্ত। আমি বলেছি, যিনি আমায় কৃপা করেছেন, তিনি সব জানেন। শ্রীরামকৃষ্ণ (সহস্যে)—তা ত সত্য । এখানে সব রকম লোক আসে, তাই সব রকম ভাব দেখতে পায়। কেদার—আমার নানা বিষয় জানা দরকার নাই। শ্রীরামকৃষ্ণ (সহস্যে)—না গো, সব একটা একট চাই। যদি মদীর দোকান কেউ করে, সব রকম রাখতে হয়—কিছ মসের ডালও চাই, হোলো, খানিকটা তেতুিল,—এ সব রাখতে হয়। “বাজনার যে ওস্তাদ, সে সব বাজনা কিছু কিছর বাজাতে পারে।” ঠাকুর ঝাউতলায় বাহো গেলেন—একটি ভক্ত গাড় লইয়া সেইখানে রাখিয়া আসিলেন। ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন—কেহ বা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন, কেহ কেহ পঞ্চবটীতে ফিরিয়া আসিতেছেন। ঠাকুর সেখানে আসিয়া বলিলেন—“দ্য তিন বার বাহো গেলাম। মল্লিকের বাড়ী খাওয়া —ঘোর বিষয়ী। পেট গরম হয়েছে।” C [সমাধিস্থ পরিষের (শ্রীরামকৃষ্ণের) পানের ডিবে স্মরণ] ঠাকুরের পানের ডিবে পঞ্চবটীর চাতালে, এখনও পড়িয়া রহিয়াছে। আরও দ একটি জিনিস। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন, “ঐ ডিবে আর কি কি আছে, ঘরে আন।” এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে দক্ষিণাস্য হইয়া যাইতে লাগিলেন। ভক্তেরা সঙ্গে সঙ্গে পশ্চাতে আসিতেছেন। কাহারও হাতে পানের ডিবে, কাহারও হাতে গাড় ইত্যাদি। ঠাকুর মধ্যাহের পর একটা বিশ্রাম করিয়াছেন। দই চারিটি ভক্ত আসিয়া বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে একটি ছোট তাকিয়া হেলান দিয়া বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন– “ *. [ख्ञानौ ७ छळछब्र छाब ७काबाटब्र कि इग्न ? नाथना काहें] “মহাশয়, জ্ঞানে কি ঈশ্বরের Attributes—গণ—জানা যায় ? ঠাকুর বলিলেন, “সে এ জ্ঞানে নয়। অমনি কি তাঁকে জানা যায়? সাধন কত্তে হয়। আর, একটা কোন ভাব আশ্রয় কত্তে হয়। দাসভাব। ঋষিদের