পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిసి ఆ ♚ौद्यैब्रामकृषम्कथायड-३ब्र छाग [ s४४8, २१८ण ख्रिश्नध्वन्न শান্তভাব ছিল! জ্ঞানীদের কি ভাব জান ? কবরপকে চিন্তা করা। (একজন ভক্তের প্রতি, সহস্যে)—তোমার কি ?” ভক্তটি চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—তোমার দই ভাব—স্বস্বরপকে চিন্তা করাও বটে, আবার সেব্য সেবকেরও ভাব বটে। কেমন ঠিক কি না ? ভক্ত (সহস্যে ও কুষ্ঠিতভাবে)—আজ্ঞা, হাঁ। শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—তাই হাজরা বলে, তুমি মনের কথা সব বুঝতে পার। ও ভাব খর্ব এগিয়ে গেলে হয়। প্ৰহাদের হয়েছিল। “কিন্তু ও ভাব সাধন কত্তে গেলে কম চাই। “একজন কুলগাছের কাঁটা টিপে ধরে আছে—হাত দিয়ে রক্ত দর দর করে পড়ছে, কিন্তু বলে, আমার কিছ হয় নাই, লাগে নাই! জিজ্ঞাসা করলে বলে—বেশ বেশী। এ কথা শধে মুখে বললে কি হবে? ভাব সাধন করতে হয়। ভক্তেরা ঠাকুরের কথামত পান করিতেছেন।