পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨08 35ोब्राबक्रककथामाङ-२ब्र काण [ ১৮৮৫, ১লা মার্চ ক্ৰমে ভক্তেরা আবার ঘরে আসিয়া জটিতেছেন। মহিমাচরণকে স্তব পাঠ করিতে বলিলেন। তিনি মহানিবান তন্ত্র, তৃতীয় উল্লাস হইতে স্তব বলিতেছেন— () হৃদয়কমল মধ্যে নিবিশেষং নিরীহং, হরিহর বিধিবেদ্যং যোগিভিধানগম্যম। জননমরণভৗতিভ্রংশি সচ্চিৎস্বরুপম, সকলভুবনবীজং ব্রহ্মচৈতন্যমীড়ে। [गहटन्थब्र अङि अ७ब्र] আরও দ্য একটি স্তবের পর মহিমাচরণ শঙ্করাচায্যের স্তব বলিতেছেন, তাহাতে সংসার কাপের, সংসার গহনের কথা আছে। মহিমাচরণ সংসারী ভক্ত। হে চন্দ্রচড় মদনাতক শালপাণে, পথাণো গিরিশ গিরিজেশ মহেশ শম্ভো। ভূতেশ ভীতভয়সদেন মামনাথং, সংসার দুঃখগহনাজগদীশ রক্ষ। হে পাবতী-হৃদয়বল্লভ চন্দ্রমৌলে, ভূতাধিপ প্রমথনাথ গিরিশজাপ। হে বামদেব ভব রদ্র পিনাকপাণে, সংসার-দঃখ-গহনাজগদীশ রক্ষ। 一?N○場 শ্রীরামকৃষ্ণ (মহিমার প্রতি)–সংসার কাপ, সংসারগহন, কেন বল ? ও প্রথম প্রথম বলতে হয়। তাঁকে ধরলে আর ভয় কি? তখন— ७हे नरनाब्र अछाब्रकूर्छि । আমি খাই দাই আর মজা লটি। জনক রাজা মহাতেজা তার কিসে ছিল ক্ৰটি! সে যে এদিক ওদিক দদিক রেখে খেয়েছিল দুধের বাটি! “কি ভয় ? তাঁকে ধর। কাঁটাবন হলেই বা। জয়তো পায়ে দিয়ে কাঁটাবনে চলে যাও? কিসের ভয় ? যে বাড়ী ছোঁয় সে কি আর চোর হয় ? “জনক রাজা দখানা তলোয়ার ঘোরাত। একখানা জ্ঞানের, একখানা কমের। পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই।” এইরুপ ঈশ্বরীয় কথা চলিতেছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। খাটের পাশে মাস্টার বসিয়া আছেন। ঠাকুর (মাণ্টারকে)–ও যা বললে, তাইতে টেনে রেখেছে! ঠাকুর মহিমাচরণের কথা বলিতেছেন ও তাঁহার কথিত ব্ৰহ্মজ্ঞান বিষয়ক শেলাকের কথা। নবাই চৈতন্য ও অন্যান্য ভক্তেরা আবার গাইতেছেন। এবার ঠাকুর যোগদান করিলেন, আর ভাবে মনে হইয়া সঙ্কীত্তন মধ্যে নত্য করিতে লাগিলেন। कौड‘नाट्व्ऊ ठाकूब्र बलिटङ८इन, “¢हे काङ इटणा, ज्राब्र नब भिथा ॥ ८थभ स्वर्गढ-बन्डू, ज्राब्र जब-अबच्छू ।”