পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्लफूथ अब्रिट्झन ‘দোলযাত্রাদিবসে শ্রীরামকৃষ্ণ—গনুহ্যকথা বৈকাল হইয়াছে। ঠাকুর পঞ্চবটীতে গিয়াছেন। মাল্টারকে বিনোদের কথা জিজ্ঞাসা করিতেছেন। বিনোদ মাছটারের স্কুলে পড়িতেন। বিনোদের ঈশ্বরচিন্তা করে মাঝে মাঝে ভাবাবস্থা হয়। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহাকে ভালবাসেন । এইবার ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঘরে ফিরিতেছেন। বকুলতলার ঘাটের কাছে আসিয়া বলিলেন—“আচ্ছা, এই যে কেউ কেউ অবতার বলছে, তোমার কি বোধ হয় ?” কথা কহিতে কহিতে ঘরে আসিয়া পড়িলেন। চটি জুতা খলিয়া ছোট খাটটিতে বসিলেন। খাটের পবেদিকের পাশে একখানি পাপোশ আছে। মাল্টার তাহার উপর বসিয়া কথা কহিতেছেন। ঠাকুর ঐ কথা আবার জিজ্ঞাসা করিতেছেন। অন্যান্য ভক্তেরা একটা দরে বসিয়া আছেন। তাঁহারা এ সকল কথা কিছল বুঝিতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ—তুমি কি বল ? মাল্টার—আজ্ঞা, আমারও তাই মনে হয়। যেমন চৈতন্যদেব ছিলেন। শ্রীরামকৃষ্ণ—পণ", না অংশ, না কলা ?—ওজন বল না ? >9 মাস্টার—আজ্ঞা, ওজন বুঝতে পারছি না। তবে তাঁর শক্তি অবতীর্ণ হয়েছেন। তিনি ত আছেনই। | শ্রীরামকৃষ্ণ–হাঁ, চৈতন্যদেব শক্তি. চেয়েছিলেন। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। পরেই বলিতেছেন–কিন্তু ষড়ভুজ ? মাল্টার ভাবিতেছেন, চৈতন্যদেব ষড়ভুজ হয়েছিলেন-ভক্তেরা দেখিয়াছিলেন। ঠাকুর একথা উল্লেখ কেন করিলেন ? [*ाबकिथा-ठाकूटब्रब्र भाब्र काzछ द्वन्नन-ऊक* बिछाब्र छाल जाटश ना | ভক্তেরা আদরে ঘরের ভিতর বসিয়া আছেন। নরেন্দ্র বিচার করিতেছেন। রাম (দত্ত) সবে অসুখ থেকে সেরে এসেছেন, তিনিও নরেন্দ্রের সঙ্গে ঘোরতর তক করছেন। ঠাকুর দেখিতেছেন। ' শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—আমার এ সব বিচার ভাল লাগে না । রোমের প্রতি)—থামো! তোমার একে অসুখ —আচ্ছা, আস্তে আস্তে। (মাস্টারের প্রতি)—আমার এ সব ভাল লাগে না। আমি কাঁদতুম, আর বলতুম, মা, এ বলছে এই এই ; ও বলছে আর এক রকম। কোনটা সত্য, তুই আমায় বলে দে !