পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निबङौम्न धण्छ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব প্রথম পরিচ্ছেদ প্রভাতে ভক্তসঙ্গে কালীবাড়ীতে আজ শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব—ফালগন শক্লোন্বিতীয়া তিথি, রবিবার, ১১ই মার্চ ১৮৮৩ খৃস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাঁহাকে লইয়া জন্মোৎসব করিবেন। প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জটিতেছেন। সমুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গল আরতির পরই প্রভাতী রাগে নহবতখানায় মধর তানে রোশনচোঁকি বাজিতেছে। একে বসন্তকাল, বাক্ষলতা সকলই নতন বেশ পরিধান করিয়াছে; তাহাতে ভক্তহৃদয় ঠাকুরের জন্মদিন সমরণ করিয়া নত্য করিতেছে। চতুদিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন: ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধ কালীকৃষ্ণ, উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ই’হাদের সঙ্গে পর্বদিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাল্টার পেপছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—তুমি এসেছ । (ভক্তদিগকে) লজা, ঘণা, ভয়, তিন থাকতে নয়। আজ কত আনন্দ হবে। কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নত্য-গীত করতে পারবে না, তাদের কোন কালে হবে না। ঈশ্ববরের কথায় লজা কি, ভয় কি ? নে, এখন তোরা গা। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাহিতেছেন— थना थना आछि भिन श्रानन्मकाब्रौ, সবে মিলে তব সত্যধম ভারতে প্রচারি। হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশি দিশি তব পণ্য নাম; ভক্তজনসমাজ আজি স্তুতি করে তোমারি। নাহি চাহি প্ৰভু ধন জন মান, নাহি প্রভু অন্য কাম ; প্রাথনা করে তোমারে আকুল নরনারী। তব পদে প্রভু লইন শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ, অমতের খনি পাইন যখন জয় জয় তোমারি। ঠাকুর বন্ধাঞ্জলি হইয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একেবারে ভবিরাজ্যে চলিয়া গিয়াছে। ঠকুরের মন শকে দিয়াশলাই—