পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミsbf éीéीब्राधकृदकथाबड-२ब्र छाग [ s४४6, २scv अहल्लेदग्न [टनाक्ष्इर ७ मानस्नाव-स्नान ७ ऊर्जाउ ] শ্রীরামকৃষ্ণ–এ বেশ ভাব—তুমি প্রভু, আমি দাস। যতক্ষণ দেহ সত্য বলে বোধ আছে, আমি তুমি আছে, ততক্ষণ সেব্য সেবকভাবই ভাল ; আমি সেই, এ বন্ধি ভাল নয়। “আর কি জান ? একপাশ থেকে ঘরকে দেখছি, এও যা, আর ঘরের মধ্যে থেকে ঘরকে দেখছি সেও তাই।” ভাদুড়ী (ডাক্তারের প্রতি)–এ সব কথা যা বললাম, বেদান্তে আছে শাস্ত্রটাসত্র দেখ, তবে ত । ডাক্তার—কেন, ইনি কি শাস্ত্র দেখে বিন্বান হয়েছেন? আর ইনিও ত ঐ কথা বলেন। শাসত্র না পড়লে হবে না ? শ্রীরামকৃষ্ণ—ওগো, আমি শনেছি কত ? ডাক্তার—শধ্যে শনলে কত ভুল থাকতে পারে। তুমি শধ্যে শোন নাই । আবার অন্য কথা চলিতে লাগিল। ইনি পাগল’—ঠাকুরের পামের ধলা দেওয়া ] শ্রীরামকৃষ্ণ (ডাক্তারের প্রতি)—আপনি নাকি বলেছো, ইনি পাগল’ ? তাই এরা (মাস্টার ইত্যাদির দিকে দেখাইয়া) তোমার কাছে যেতে চায় না। ডাক্তার (মাস্টারের দিকে দটিপাত করিয়া)—কই ? তবে অহঙ্কার বলেছি। তুমি লোককে পায়ের ধলো নিতে দাও কেন ? মাল্টার—তা না হলে লোকে কাঁদে । ডাক্তার—তাদের ভুল—বুঝিয়ে দেওয়া উচিত। মাস্টার—কেন, সবভূতে নারায়ণ ! ডাক্তার—তাতে আমার আপত্তি নাই। সবাইকে কর। মাস্টার—কোন কোন মানুষে বেশী প্রকাশ! জল সব জায়গায় আছে, কিন্তু পর্কুেরে, নদীতে, সমুদ্রে-প্রকাশ। আপনি Faraday-কে যত মানবেন, নতন Bachelor of Science-কে কি তত মানবেন ? : ডাক্তার—তাতে আমি রাজী আছি। তবে গড় (God) বল কেন ? মাল্টার—আমরা পরস্পর নমস্কার করি কেন ? সকলের হৃদয়মধ্যে নারায়ণ আছেন। আপনি ওসব বিষয় বেশী দেখেন নাই, ভাবেন নাই। শ্রীরামকৃষ্ণ (ডাক্তারের প্রতি)—কোন কোন জিনিসে বেশী প্রকাশ। আপনাকে ত বলেছি, সন্যের রশিম মাটিতে এক রকম পড়ে, গাছে এক রকম পড়ে আবার আশিতে আর একরকম। আশিতে কিছল বেশী প্রকাশ। এই দেখ না, প্রহাদাদি আর এরা কি সমান ? প্রহমাদের মন প্রাণ সব তাঁতে সমপণ छ्लि ! புன் ডাক্তার চুপ করিয়া রহিলেন। সকলে চুপ করিয়া আছেন।