পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミー&O ीब्रामकृदकथाश्रङ-२ग्न छाश [ s४४6, २s८* श्रट्झेदव्र ছোট নরেন (সহস্যে)—ভাব যদি আর একটা বাড়ে, কি করবেন? GRB-Controlling Power ও (চাপাবার শক্তি) বাড়বে। শ্রীরামকৃষ্ণ ও মাস্টার—সে আপনি বলছে (বলছেন)। মাস্টার—ভাব হলে কি হবে, আপনি বলতে পারেন? কিয়ৎক্ষণ পরে টাকা-কড়ির কথা পড়িল । শ্রীরামকৃষ্ণ (ডাক্তারের প্রতি)—আমার তাতে ইচ্ছা নাই, তা ত জান ?—কি ? ঢঙ নয়! ডাক্তার—আমারই তাতে ইচ্ছা নাই—তা আবার তুমি! বাক্স খোলা টাকা পড়ে থাকে— শ্রীরামকৃষ্ণ—ষদ মল্লিকও ঐরকম অন্যমনস্ক,—যখন খেতে বসে, এত অন্যমনস্ক যে, যা তা ব্যান্নন, ভাল মন্দ খেয়ে যাচ্চে। কেউ হয় ত বললে, ওটা খেওনা, ওটা খারাপ হয়েছে’। তখন বলে অ্যাঁ, এ ব্যান্ননটা খারাপ ? হাঁ, সত্যইত! এঃ ! চিন্তা করে অন্যমনস্ক, অনেক প্রভেদ ? দেখাইয়া সহাস্যে বলিতেছেন, “দেখ, সিদ্ধ হ'লে জিনিস নরম হয়—ইনি (ডাক্তার) খুব শক্ত ছিলেন, এখন ভিতর থেকে একটা নরম হচ্চেন।” ডাক্তার-সিন্ধ হলে উপর থেকেই নরম হয়, কিন্তু আমার আর এ যাত্রায় তা হল,না। (সকলের হাস্য)। ডাক্তার বিদায় লইবেন, আবার ঠাকুরের সহিত কথা কহিতেছেন। ডাক্তার—লোকে পায়ের ধলা লয়, বারণ করতে পার না ? শ্রীরামকৃষ্ণ—সব্বাই কি অখন্ড সচ্চিদানন্দকে ধরতে পারে ? ডাক্তার—তা বলে যা ঠিক মত, তা বলবে না ? শ্রীরামকৃষ্ণ—রচি ভেদ আর অধিকারী ভেদ আছে। ডাক্তার—সে আবার কি ? শ্রীরামকৃষ্ণ—রচিভেদ, কি রকম জান ? কেউ মাছটা ঝোলে খায়, কেউ ভাজা খায়, কেউ মাছের অন্বল খায়, কেউ মাছের পোলাও খায়। আর অধিকারী ভেদ। আমি বলি আগে কলাগাছ বিধতে শেখ, তার পর শলতে, তার পর পাখী উড়ে যাচ্চে, তাকে বোধ । अषज्ययन-अधान नक्कन थ इजियमच्छक पचन] সন্ধ্যা হইল। ঠাকুর ঈশবরচিন্তায় মনে হইলেন। এত অসুখ ; কিন্তু অসংখ যেন একধারে পড়িয়া,রহিল। দুই চারজন অন্তরঙ্গ ভক্ত কাছে বসিয়া একদস্টে দেখিতেছেন। ঠাকুর অনেকক্ষণ এই অবস্থায় আছেন।