পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२३ ौब्राबङ्कककथाबड-२घ्र छाण [ s४४6, २s८ण आहल्लेगवब्र শ্যামবাব একটা চুপ করিয়া রহিলেন, যেন কি চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ (সহস্যে)—আর দেখ, দাঁতও সব পড়ে গেছে, আর দগোপজা কেন ? (সকলের হাস্য)। একজন বলেছিল, আর দগোপজা কর না কেন ? সে ব্যক্তি উত্তর দিলে, আর দাঁত নাই ভাই। পাঠা খাবার শক্তি গেছে। শ্যাম বস-আহা, চিনিমাখা কথা! শ্রীরামকৃষ্ণ (সহস্যে)–এই সংসারে বালি আর চিনি মিশেল আছে। পিপড়ের মত বালি ত্যাগ করে করে চিনিটকে নিতে হয়। যে চিনিটকে নিতে পারে সেই চতুর। তাঁর চিন্তা করবার জন্য একটা নিজন পথান কর। ধ্যানের পথান। তুমি একবার কর না। আমিও একবার যাব। সকলে কিয়ৎকাল চুপ করিয়া আছেন। শ্যাম বস—েমহাশয়, জন্মান্তর কি আছে ? আবার কি জন্মাতে হবে ? শ্রীরামকৃষ্ণ—ঈশবরকে বল, আন্তরিক ডাক; তিনি জানিয়ে দেন, দেবেন। যদ মল্লিকের সঙ্গে আলাপ কর, যদল মল্লিকই বলে দেবে, তার কখানা বাড়ী কত টাকার কোম্পানীর কাগজ। আগে সে সব জানবার চেষ্টা করা ঠিক নয়। আগে ঈশবরকে লাভ কর, তার পর যা ইচ্ছা, তিনিই জানিয়ে দেবেন। শ্যাম বসন-মহাশয়, মানুষ সংসারে থেকে কত অন্যায় করে, পাপকম করে। সে মানুষ কি ঈশ্বরকে লাভ করতে পারে? শ্রীরামকৃষ্ণ—দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরের সাধন করে, আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে, যদি দেহত্যাগ হয়, তাকে আর পাপ কখন সপশ করবে ? হাতীর স্বভাব বটে, নাইয়ে দেওয়ার পরেও আবার ধলোকাদা মাখে; কিন্তু মাহত নাইয়ে দিয়ে যদি আস্তাবলে তাকে ঢাকিয়ে দিতে পারে, তা হলে আর ধলো-কাদা মাথতে পায় না। শ্রীরামকৃষ্ণ জীবের দঃখে কাতর; অহনিশি জীবের মঙ্গলচিন্তা করিতেছেন। শ্যাম বসাকে সাহস দিতেছেন—অভয় দিতেছেন; ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয়, আর পাপ পশ করবে না।”