পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

किश्-बङ्ग-बाग्वट्झ-āीत्ामङ्गरे। জন্মোৎসৰ వరి একবার ঘসিলেই উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দিয়াশলাইয়ের ন্যায় যত ঘসো জবলে না—কেন না মন বিষয়াসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগন। কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কাণে কাণে কি বলিতেছেন। " [ञाzश शब्रिनाभ ना धभङौबौ८मब्र भिचका ?] কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গারোখান করিলেন। ঠাকুর বিস্ময়াবিট হইয়া জিজ্ঞাসা করিলেন, “কোথায় যাবে ?” ভবনাথ—আজ্ঞা, একটা প্রয়োজন আছে, তাই যাবে। শ্রীরামকৃষ্ণ— কি দরকার? GATTo-NRoss, opertoto into (Baranagore Workingmen's Institute) যাবে। [কালীকৃষ্ণের প্রস্থান] । শ্রীরামকৃষ্ণ—ওর কপালে নাই। আজ হরিনামে কত আনন্দ হবে দেখতো ? ওর কপালে নাই! • सििद्धज्रीम्न श्रृब्रिटाझम জন্মোৎসবে ভক্তসঙ্গে—সন্ন্যাসীর কঠিন নিয়ম বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা। ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় সনান করিলেন না;—শরীর তত ভাল নয়। তাঁহার স্নান করিবার” জল ঐ পবোত্ত বারান্দায় কলসী করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তেরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, “এক ঘটী জল আলাদা করে রেখে দে।” শেষে ঐ ঘটীর জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আত্ন বড় সাবধান, এক ঘটী জলের বেশী মাথায় দিলেন না। সনানান্তে মধর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন। শািন্ধ বস্ত্র পরিধান করিয়া দই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ীর পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন। দটি ফ্যালফেলে ডিমে যখন তা দেয়, পাখীর দটি যেরপে হয়। মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পজা করিলেন। পাজার নিয়ম নাই —গন্ধ-পাপ কখনও মায়ের চরণে দিতেছেন, কখনও বা নিজের মস্তকে ধারণ করিতেছেন। অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, “ডাব নে রে মা কালীর প্রসাদী ডাব ।’ আবার পাকা উঠানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন। সঙ্গে মাস্টার ও ভবনাথ। ভবনাথের হাতে ডাব । রাস্তার ডানদিকে শ্রীশ্রীরাধা